Black Adam 2022 Movie Review

Black Adam 2022 Movie Review: পরিচালক Jaume Collet-Serra. ডোয়াইন জনসন, অ্যালডিস হজ, পিয়ার্স ব্রসনান, নোয়া সেন্টিনিওর সাথে। প্রায় 5,000 বছর পরে তাকে মিশরীয় দেবতাদের সর্বশক্তিমান ক্ষমতা প্রদান করা হয়েছিল – এবং ঠিক তত দ্রুত বন্দী করা হয়েছিল – ব্ল্যাক অ্যাডাম তার পার্থিব সমাধি থেকে মুক্তি পেয়েছে, আধুনিক বিশ্বে তার অনন্য ন্যায়বিচার প্রকাশ করতে প্রস্তুত।

Black Adam | October 21, 2022 (United States) Summary:
Countries: United States, Canada, New Zealand, HungaryLanguages: English

Movie Name 🎬 :BLACK ADAM (2022)

Genre 📽 :Action/Fantasy

Directed By 🎥 :Jaume Collet-Serra

Budget 💵 :200 Million

Box Office💰:Pending

IMDb Rating ⭐ :7.6/10

Rotten Tomatoes 🍅 53%

Personal Rating ⭐ :8/10

মুক্তি পেয়ে গেল DC Comics আরেকটি বড় বাজেটের মুভি Black Adam আর তার মুখ্য চরিত্রে যদি থাকে সবার প্রিয় রক জনসন তাহলেতো কথাই নেই

তাই লোভ সামলাতে না পেরে দেখেই নিলাম 😍

মুভির স্টোরিটেলিং বেশ ইন্টারেস্টিং,একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে ধরে রাখবে।VFX CGI কোয়ালিটি বেশ ভালো।ব্যাকগ্রাউন্ড স্কোর আর মিউজিক খুবই ভালো ছিল।স্ক্রিনপ্লে অসাধারণ হয়েছে।কিছু কিছু ইমোশনের জায়গাতেও ভালো কাজ লক্ষনীয় ।অ্যাকশন সিনগুলো VFX এর কাজ চোখে পরার মত ।

এছাড়া যারা DC Comics এর ভক্ত তাহলে দেরি না করে এখনি বসে পড়ুন তাহলে এই মুভিটি আপনার জন্যই।ক্রটির বিষয় নেই বললেই চলে।পাশাপাশি বোর হওয়ারও কোন চান্সই নেই।মুভিটি ।আপনার সময় অবশ্যই ভালো কাটবে।

One of the best DC movies thus far and DC is only getting started. Impeccable fight scenes and story telling a must watch !!

Happy Watching💛

Add Comment