Boli 2021 Review

Boli 2021 Review

Boli 2021 Review: নির্মাণ করেছেন সরদার সানিয়াত হোসেন, রবিউল আলম রবি। সাথে সালাহউদ্দিন লাভলু, চঞ্চল চৌধুরী, জিয়াউল হক পলাশ, সোহেল মন্ডল। অনাচারের দ্বীপ চেদাদিয়ায় নির্মম সোহরাব নিরঙ্কুশ ক্ষমতার তাড়ায়। কিন্তু রুস্তম, একজন অপরিচিত ব্যক্তি যে ভাগ্যের আঘাতে সেখানে পৌঁছেছে, মনে হচ্ছে তার মধ্যে

[imdb style=”transparent”]tt16088566[/imdb]

🎬ওয়েব সিরিজ:বলি (2022)

ধরন-ঃ ক্রাইম থ্রিলার

🎞️পরিচালনা :শঙ্কা দাসগুপ্তা

,🎞️ সিজন-ঃ১, এপিসোড-ঃ ৭, দৈর্ঘ ২০-৩০ মিনিট।

🎞️অভিনয়ে: চঞ্চল চৌধুরী,লুৎফুর রহমান জর্জ,সোহেল মন্ডল,সোহানা সাবা,সালাউদ্দিন লাভলু,ইরেশ যাকের,নাছির উদ্দিন খান, জিয়াউল হক পলাশ, সাফা কবির ও আরো অনেকে

18+ ওয়ার্নিং ⛔

📽️ ছেঁড়াদিয়া নীল সাগরের পাড়ে ধূ ধূ প্রান্তর। এই প্রান্তরের দখল যার হাতে তারই কেল্লা ফতে। ছেঁড়াদিয়ায় নাই কোনো আইনের শাসন, এইখানে বন্ধুকের নল থেইকাই বাইর হয় ক্ষমতা। সেই ক্ষমতার টক্করে কে বাঁচে আর কে মরে । সেই কাহিনি বলি ।

📸 ক্যারেক্টার

🎬 চঞ্চল চৌধুরীঃ- একজন গুনী অভিনেতা যিনি সব ক্যারেক্টারে নিজেকে মানিয়ে নিতে পারেন । বলি ওয়েব সিরিজে চঞ্চল চৌধুরীকে দেখা যাবে সোহরাব কোম্পানি চরিত্রে। তিনি সবসময় তার অবস্থান থেকে সর্বোচ্ছ দেওয়ার চেষ্টা করেন। প্রতিটি ওয়েব সিরিজে তাকে ভিন্ন লুকে দেখা যায়। চঞ্চল চৌধুরী অভিনীত ওয়েব সিরিজে দর্শকের মনযোগ ধরে রাখতে তার চমৎকার হাসিই যথেষ্ট।

🎬সোহেল মন্ডলঃ- তাকদির ওয়েব সিরিজে চঞ্চল চৌধুরীর সাথে ভাইচা চরিত্রে প্রানবন্ত অভিনয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছেন সোহেল মন্ডল। এরই ধারাবাহিকতায় বলি ওয়েব সিরিজে দুজনকে একসাথে দেখা যাবে। বলি ওয়েব সিরিজে সোহেল মন্ডলকে দেখা যাবে রুস্তম চরিত্রে ।

🎬 সাফা কবিরঃ- সাফা কবিরকে বলি ওয়েব সিরিজে দেখা যাবে একজন মসজিদের ইমামের মেয়ে চরিত্রে। সাবলিক অভিনয়ে চরিত্রের সাথে নিজেকে মানিয়ে নিয়েছেন। বলি ওয়েব সিরিজে সাফা কবিরের চরিত্রের নাম আয়েশা বেগম।

🎬 নাছির উদ্দিন খানঃ খুব অল্প সময়েই দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শক মহলে আলোচনায় এসেছেন। মহানগর, কন্টাক্ট, খাচার ভিতর অচিন পাখি, মানি হানি, লাল কাতান নীল ডাকাত, আজ আমার পালা ইত্যাদি উল্লেখযোগ্য কাজ। বলি ওয়েব সিরিজে তাকে দেখা যাবে সোহরাব কোম্পানির ভাই শাহজাহান বলি চরিত্রে। বলি ওয়েব সিরিজে তার উল্লেখযোগ্য ডায়ালগ

এটা ছেঁড়াদিয়া এইখানে হিম্মত বাঝ কইরা আলমারীতে গোসাইয়া রাখতে হয়।

🎬 লুৎফুর রহমান জার্জঃ- বলি ওয়েব সিরিজে তাকে দেখা যাবে ছেঁড়াদিয়ার সেলিম চেয়ারম্যান চরিত্রে। সোহরাব কোম্পানি হলো তার বোনের জামাই

সালাউদ্দিন লাভলুঃ- বলি ওয়েব সিরিজে সালাউদ্দিন লাভলুকে দেখা যাবে মজিদ কোম্পানি চরিত্রে। সোহরাব কোম্পানির শক্র মজিদ কোম্পানি।

🎬 জিয়াউল হক পলাশঃ- ব্যাচেলর পয়েন্ট নাটকে কবিলা চরিত্রে অভিনয় করা এই কমিডিয়ার অভিনেতাকে বলি ওয়েব সিরিজে সম্পূর্ণ ভিন্ন রকম লুকে দেখা যাবে। বলি ওয়েব সিরিজে জিয়াউল হক পলাশকে দেখা যাবে নিজাম চরিত্রে। নিজামের বাবা হলেন শাহজাহান বলি (নাছির উদ্দিন খান) । যাকে বলে বদ বাপের বদ পোলা। পুরো ওয়েব সিরিজ জুড়ে নিজামকে দেখা যাবে সোহরাব কোম্পানির হয়ে কাজ করতে, সম্পর্কে তিনি সোহরাব কোম্পানির ভাতিজা হন।

🎬 হালকা স্পয়লার

📃 বলি ওয়েব সিরিজটি গড়ে ওঠেছে ছেঁড়াদিয়া দ্বীপকে কেন্দ্র করে। ৩ ঘন্টা ৪ মিনিটের এই ওয়েব সিরিজের টুইষ্ট জানতে হলে দেখতে হবে ShanKha Dashgupta এর “বলি “।

Happy watching 🔥

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *