Taqdeer 2021 Review

Taqdeer 2021 Review: সৃষ্টি করেছেন সালেহ সোবহান আউনিম, সৈয়দ আহমেদ শাওকি। সঙ্গে চঞ্চল চৌধুরী, সানজিদা প্রীতি, মনোজ কুমার প্রামানিক, সোহেল মণ্ডল। ফ্রিজার ভ্যান চালক তাকদীর তার ট্রাকে একজন মহিলার দাবিহীন মৃতদেহ খুঁজে পাওয়ার পর নিয়তির অন্ধকার খেলায় মেতে ওঠে।
ওয়েব সিরিজ : TAQDEER ( ২০২১)
শ্রেষ্ঠাংশে : চঞ্চল চৌধুরী, মনজ প্রামাণিক, পার্থ বড়ুয়া, সোহেল মন্ডল,সানজিদা প্রিতি ও আরো অনেকে
রচনা ও নির্দেশনায় : Shawki Sayed
তকদীর যে দর্শন টা ধারন করে লাশবাহী গাড়ি নিয়ে সেই দর্শন আপনার মধ্যে আছে কিনা সেই জন্যই দেখতে হবে তকদীর।
তকদীর ভালো লেগেছে অনেক ভালো লেগেছে। এবছরের দর্শক সেরা নজর কাড়ানো তকদীর অনেক সারা ফেলেছে। তকদীর স্বস্তির নিশ্বাসে ভরা একটি ফিকশন এর নাম।
মুল.গল্প_
একজন লাশবাহী সাধারন গাড়ি ড্রাইভার এর গাড়িতে আশা একটি অজ্ঞাত লাশ কে কেন্দ্র করেই গল্পের যাত্রা শুরু। শুধু কৌতহল ও রহস্য ভরা গল্পে তকদীর চরিত্রের সাথে আছে ভাইসা মন্টু নামে এক চরিত্র।লাশের সাথে জড়িত অনেকেই। আসল রহস্য কখন হবে ফাস, কে সেই ধর্ষিতা মেয়ে যার জেরে এই সাংবাদিক আফসানা মিমি কিসের জন্যই বা তিনি খুন হয়েছেন, তার সাথে কে সেই রহস্যময়ী রানা তাকে জুড়ে কে সেই মুখোশরুপি সায়মুন চেয়ারম্যান এবং খান ও একটি নিখোজ মেমোরি কার্ড । এসব তথ্যো রহস্য গল্প খুজতে হলে আপনাকে দেখতে হবে তকদীর।
Chanchal Chowdhury মানেই নতুন কিছু , নতুনত্ব চরিত্র নিয়ে হাজির, তিনি চরিত্রের গুরুত্ব বুজে সামলে নিতে পারেন এটাই তার সব থেকে ভালো দিক। কি সুন্দর তার কথা ও চরিত্রের ডেলিভারি চোখ জুড়িয়ে যায়। চঞ্চল চৌধুরীর তকদীর চরিত্রের সাথে আছে আছে মন্টু নামক একটা চরিত্র সোহেল ভাই। ভাইসা আমাদের সবাইকেই মন্টু চরিত্রর মানে বুজিয়ে দিয়ে গেছেন অসাধারণ অভিনয়ের মাধ্যমে। এছাড়া পার্থ বড়ুয়া,মনজ প্রামাণিক, সানজিদা প্রিতি তারা তাদের সেরাটা দিয়েছেন এই সিরিজটিতে।
“তকদীর ” সিরিজটি আমাদের সেরাটা দিয়েছেন।তবে এভাবে নতুনত্বকে আলাদা ভাবে দিতে পারেন তা Shawki Sayed আমাদের চোখে দেখিয়ে দিয়েছেন।
Happy watching