HollywoodActionHorror

Watcher 2022 Movie Review

Watcher 2022 Movie Review: পরিচালনা করেছেন ক্লোই ওকুনো। মাইকা মনরো, কার্ল গ্লাসম্যান, বার্ন গরম্যান, টিউডর পেট্রুটের সাথে। একজন যুবতী আমেরিকান মহিলা তার স্বামীর সাথে বুখারেস্টে চলে যায়, এবং সন্দেহ করতে শুরু করে যে একজন অপরিচিত ব্যক্তি যে তাকে রাস্তার পাশে অ্যাপার্টমেন্ট বিল্ডিং থেকে দেখছে সে একজন স্থানীয় সিরিয়াল কিলার হতে পারে নারীদের শিরচ্ছেদকারী।

The Watcher | October 13, 2022 (United States) Summary:
Countries: United StatesLanguages: English

🧧 Series: The Watcher (2022)

🎈Genre: Mystery, Psychological

⛽Season:1 , Episode: 7

🎀IMDb:7.0

PR:8.0

(⛔18+ alert)

নেটফ্লিক্স আবারও দেখিয়ে দিল যে True Crime এর ব্যাপারে কেন তারাই সেরা।

No Spoiler!

🐞Plot: নিজের সবটুকু সঞ্চয় ঢেলে একদম মনের মত একটা বাড়ি কিনলেন। আপনি খুশি, আপনার বাচ্চারাও খুশি।

ঠিক তখনই চিঠিগুলো আসা শুরু হল, শব্দ গুলো গা হিম করে দেয়ার মত। সে শুধু আপনার সন্তানদের নাম ই জানেনা, আপনার বাসার ভিতরের খুঁটিনাটি অনেক কিছু ও সে বলে দিচ্ছে । নিজেকে সে নাম দিয়েছে…… The Watcher.!

২০১৪ সালের একটা সত্য ঘটনা নিয়ে বানানো সিরিজ টা।

🐞 Review:

প্লট টা Burns Slowly Cuts Deeper ধরনের।কোন ফাঁকে যে গল্পে ডুবে গেছি খেয়াল ই করিনি। শেষমেষ রাত ৩ টা পর্যন্ত জেগে শেষ করেছি। সাসপেন্স এর অভাব ছিল না, টুইস্ট টার্ন আন্দাজ করা ই কষ্টকর ছিল। এন্ডিং টা বেশ ভাল ছিল,ইচ্ছা করেই অনেক প্রশ্ন ফেলে রেখে গেছে।

Bobby Cannavale একাই পুরো সিরিজ টেনে নিয়ে গেছেন। একদম টপ ক্লাস।সাথে Naomi watts তো ছিলেন ই

হালকা এডাল্ট কিছু সিন আছে। ডার্ক থিমের হলেও ভায়োলেন্স খুব ই কম।

পারফেক্ট না হলে ও ভাল সিরিজ হিসাবে রিকমেন্ড করব।

Happy Watching……

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button