
The Death Cure 2018 Movie Review: দ্য ডেথ কিউর: ওয়েস বল পরিচালিত। ডিলান ও’ব্রায়েন, কি হং লি, কেয়া স্কোডেলারিও, থমাস ব্রোডি-সাংস্টারের সাথে। তরুণ নায়ক থমাস “দ্য ফ্লেয়ার” নামে পরিচিত একটি মারাত্মক রোগের নিরাময়ের জন্য একটি মিশনে যাত্রা শুরু করে।
মুভি-ঃ Part³ : Maze Runner – The Death Cure (2018)
Genre : Action, Adventure, Horror, Sci-Fi,
Supernatural,Thriller.
রেটিং-ঃ ৭/১০
Wes Ball পরিচালিত এই মুভি সিরিজটি (The Maze Runner) তৈরি হয়েছে Tomas, Minho, Newt, Alby, Gally, Teresa এবং আরও কিছু কিশোর-কিশোরীদের কেন্দ্র করে।
Tomas একদিন হঠাৎ কোনো এক অজানা জায়গায় কোনো কারণে অদ্ভুত উপায়ে পৌঁছে যায়, যেখানে আগে থেকেই আরও অনেকেই প্রায় তিন বছর ধরে আছে। তাদের সবাইকে একটি গোলক ধাঁধা (Maze) – এর মধ্যে বন্দি করে রাখা হয়েছে। তিন বছর ধরে তারা এই ধাঁধা থেকে বের হওয়ার পথ খুঁজে আসছে, কিন্তু কোনো পথ খুঁজে পাইনি।
মূলত WICKED – এর লোকেরা তাদের সবাইকে এই বিপর্যস্ত পরিবেশে বেঁচে থাকার জন্য, তাদেরকে পরীক্ষা করার জন্য এই ধাঁধায় ছেড়ে দিছে। এরপরে তাদের সাথে ঘটতে থাকে একের পর এক রোমাঞ্চকর ঘটনা আর পর্যায়ক্রমে তারা তাদের সঙ্গীদের হারাতে থাকে। অতঃপর…
কি এই WICKED? কেন তাদেরকে এই ধাঁধায় (Maze) ছেড়ে দেওয়া হয়েছে? তারা বাঁচবে কিভাবে? আর পরের মূহুর্তেই বা কি ঘটতে চলেছে?

এই সকল প্রশ্নের জবাব আর রোমাঞ্চকর সব ঘটনার স্বাদ পেতে চাইলে আপনাকে অবশ্যই একদম শুরু থেকে শেষ পর্যন্ত (The Maze Runner : Part 01, 02, 03) এই মুভিটা দেখতে হবে।
তাই দেখে না থাকলে আজই ডাউনলোড করুন আর দেখতে থাকুন। গ্যারান্টি দিচ্ছি একটুও হতাশ হবেন না।
বিঃদ্রঃ কোনো প্রকারের ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।
Happy Watching•