KoreanActionDrama

Squid Game 2021 Movie Review

Squid Game 2021 Movie Plot

Squid Game 2021 Movie Review: লি জং-জে, পার্ক হে-সু, হোয়েওন, ওহ ইয়েং-সুর সাথে। শতাধিক নগদ স্ট্র্যাপড খেলোয়াড় শিশুদের গেমে প্রতিযোগিতা করার জন্য একটি অদ্ভুত আমন্ত্রণ গ্রহণ করে। ভিতরে, একটি লোভনীয় পুরস্কার মারাত্মক উচ্চ বাজি নিয়ে অপেক্ষা করছে। একটি সারভাইভাল গেম যাতে 45.6 বিলিয়ন জিতে পুরষ্কার রয়েছে।

Series name : Squid Game (2021)

Country : South Korea

Genre: Action, Thriller, Mystery, Drama

Running Time : 32/60minute per episode

Session : 1

Episodes : 9

Mine Ratting : 7.5/10

IMDb: 8.3/10

আমাদের জীবনে সবারই টাকার প্রয়োজন, বেঁচে থাকার জন্যে ভালোভাবে থাকার জন্যে টাকার খুব প্রয়োজন সেই টাকার মর্মটাই ফুটিয়ে তোলা হয়েছে এই সিরিজে

“লোভে পাপ, পাপে মৃত্যু”!!

এই প্রবাদের ছোট থেকে শুনে আসতেছি তা এই সিরিজ দেখে ভালোভাবে বুজতে পারলাম

ঋণের বোজা কতটা ভয়াবহ সেটা শুধু সেই লোকটাই জানে যে অনেক অনেক ঋণ করেছে,এই সিরিজের মধ্য দিয়ে একটা ম্যাসেজও দিয়েছে হয়তো যে কষ্টে দিন কাটাও তবুও ঋণ করো না কারো কাছে

হাল্কা স্পয়লার

নেটফ্লিক্সের সিরিজ ” স্কুইড গেম”। সাউথ কোরিয়ার সিরিজ মানেই যেনো এক একটা মাস্টারপিস 🔥

ঘটনা ছিলো একটি গেম কে কেন্দ্র করে,যেই গেমের নাম “স্কুইড গেম”।সেই গেমের মাঝে ছোট বেলার অনেক গেম থাকে যেগুলো আপনাকে ধাপে ধাপে জিত্তে হবে,হেরে গেলেই মৃত্যু অনিবার্য। কি একটা অদ্ভুত গেম তাই না? ৪৫৬ জন প্রতিযোগী নিয়ে শুরু হয় এই মৃত্যুর খেলাটি। গেমের শর্ত ৬ টা ধাপ পার করতে হবে এবং সব ম্যাচ জিতে গেলেই পাবে বিপুল পরিমান টাকা।

ছোট বেলার সেই খেলা গুলোকে সহজ লাগলেও এর রুলস অনেক কঠিন আর এই সহজ খেলার জন্যে এত্ত টাকা!! তাহলে তো সবাই জিততে পারবে। কিন্তু রুলস অনেক কঠিন

খেলা গুলো সহজ দেখতে হলেও তা মোটেও সহজ ছিলোনা

কারন যেই মুহূর্তে কেউ এলিমিনেট হবে সাথে সাথে সে তার প্রান হারাবে!

প্রতিযোগীরা কোনোভাবেই

আর প্রতিটা খেলাতেই ফিক্সড করা টাইম থাকে সেই টাইম অনুযায়ী যারা খেলা শেষ করতে পারবেনা তাদের ভাগ্যেও থাকবে মৃত্যুবরণ

প্রতিটা সিরিজেই নতুন নতুন খেলা সেই ছোটবেলার সুপরিচিত খেলা কিন্তু তারপরেও যেনো কত কঠিন

সিরিজের শেষ পর্বের শেষে গিয়ে বুজতে পারবে আসলে সত্যিকারের বন্ধু কেমন হয়,বন্ধুর প্রতি বন্ধুর ভালো ভালোবাসা ফুটে উঠেছে,একজন আরেকজনের উপর নির্ভরশীল সেটাও দেখানো হয়েছে এই সিরিজে

সিজন-১য়ে মাত্র ৯ টা এপিসোড সিজন-২য়ের অপেক্ষায়

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button