Sita Ramam 2022 Movie Review

Sita Ramam 2022 Movie Review: পরিচালক হনু রাঘবপুদি। সঙ্গে দুলকার সালমান, মৃণাল ঠাকুর, রশ্মিকা মান্দান্না, সুমন্থ। একজন অনাথ সৈনিক, লেফটেন্যান্ট রামের জীবন বদলে যায়, যখন সে সীতা নামের একটি মেয়ের কাছ থেকে একটি চিঠি পায়। তিনি তার সাথে দেখা করেন এবং তাদের মধ্যে প্রেমের ফুল ফোটে। যখন সে কাশ্মীরে তার শিবিরে ফিরে আসে, সে জেলে ধরা পরে, সে সীতার কাছে একটি চিঠি পাঠায় যা তার কাছে পৌঁছায় না।
মুভিঃ- Sita Ramam
IMD’b:- ৮.১/১০
পার্সোনাল রেটিংঃ- ৯/১০
গুগল লাইকঃ- ৯৮%
রান টাইমঃ- ২ ঘন্টা ৩৮ মিনিট
“ কুরুক্ষেত্রে রাবণের বিনাশ ও ঝলমলে যুদ্ধের মাঝে সীতার সয়াম্বারাম ”
‘ Sita Ramam ’ – A timeless Masterpiece
‘ সীতা রামাম ’ এই নিয়ে আমি ৩ বার দেখলাম। আর একবারও আমার কাছে বোরিং লাগেনি কারন এই মুভিতে দেখানো কেমিস্ট্রি ছিলোই এতো পিওর! সীতা-রাম নাম গুলো আমাদের সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটা ইমোশনের মতো। নামগুলো অনেক বড় অর্থ বহন করে যেমন, ‘ আদর্শ দম্পতি ’…. আর এসব বিষয়কে মাথায় রেখেই ডিরেক্টর মুভিটি পরিচালনা করেছে। এখানে আপনি কোনো অশ্লীলতা পাবেনই না, যা আছে তার পুরোটাই পিওর লাভ! আর এই পিওর লাভ কে আরো পিওর করে তোলে মুভির গান ও বিজিএম গুলো। মুভির প্রতিটা গান, প্রতিটা বিজিএম বারবার শোনার মতো।
আর্মি অফিসার রাম, যার পরিবারে আর কেউ নেই। তিনি কাশ্মিরে থাকেন। বর্ডারে দেশের রক্ষা করা, বিভিন্ন মিশন সম্পন্ন করাই ছিলো তার জীবন। কিন্তু একদিন তার কাছে কিছু চিঠি আসে এবং চিঠি গুলো পাঠিয়েছে ‘ সীতা মহালক্ষ্মী ’ যিনি নিজেকে রামের বউ হিসাবে দাবী করছে। অজানা ঠিকানা থেকে আসা চিঠিতে অপরিচিত এক মেয়ে নিজেকে তার বউ হিসাবে পরিচয় দিলে রামের কৌতুহল জাগে এবং সে বেরিয়ে পরে তার এই ‘ সীতা ’ কে খুজতে।
এইতো এভাবেই শুরু এক এপিক লাভ স্টোরির, যার শেষ পরিনতি কতোটা করুন হতে চলেছে তা কেউ জানে না।
কিন্তু কথা হচ্ছে শুধু রোমান্স দিয়েই মুভি চলেনা। বর্তমানে সবাই স্টোরিতে কিছু ইন্টারেস্টিং ডিমান্ড করে এবং সেটা আপনি সীতা রামাম মুভিতে পাবেন। রোমান্সের মাঝেও ছোট ছোট টুইস্ট রয়েছে যেগুলো আপনাকে মুভির স্টোরির সাথে আরো কানেক্ট করতে থাকবে। শুধু কানেক্টই করবে না আপনি রিতীমত শক খাবেন টুইস্ট গুলো দেখে। বিশেষ করে সীতা কে ঘিরে যে রহস্য গুলো ছিলো ওগুলো খুব ভালো লেগেছে।
সবশেষে বলতে চাই, সাউথ ফ্যান হলে তো অবশ্যই অবশ্যই দেখবেন এছাড়া বাকিরাও ট্রাই করতে পারেন। This movie will not let you down
Happy watching