Cuttputlli 2022 Movie Review

Cuttputlli 2022 Movie Review: পরিচালনা করেছেন রঞ্জিত তেওয়ারি। সঙ্গে অক্ষয় কুমার, রাকুল প্রীত সিং, সরগুন মেহতা, চন্দ্রচূর সিং। যখন একটি ছোট শহর সিরিয়াল হত্যাকাণ্ডের দুঃস্বপ্নে ডুবে যায়, তখন ধূর্ত পুলিশ অর্জন সত্যের জন্য তাড়া করে এবং একটি ভয়ঙ্কর ষড়যন্ত্রের উদ্ঘাটন করে।
Movie – Cuttputlli
Year – 2022
Genre – Thriller
Language – Hindi
Rating -7/10
Cuttputlli মুভিটা তামিল মুভি Ratsasan এর রিমেক।
মুভি সম্পর্কে মতামত –
অরিজিনাল মুভিটা দেখার পর যদি আপনি রিমেক দেখেন তাহলে একটুও ভালো লাগবে না।
Ratsasan মুভির সামনে Cuttputlli মুভিটা কিছুই না।
Ratsasan মুভিটার ধারে কাছে Cuttputlli মুভিটা যেতে পারে নাই।
মুভিতে অভিনয় করেছেন – অক্ষয় কুমার,রাকুল প্রীত সিং,চন্দ্রচূড় সিং।
Spoiler Alert
প্লট-
মুভির শুরুতেই একটা লাশ পাওয়া যায়।লাশটা একটা মেয়ের।পলিথিনে মোড়ানো ছিলো লাশটা।
এরকম ভয়ানক কাজ কে করেছে সেটা বের করার জন্য তদন্ত করছে পুলিশ।
অর্জুন শেঠ যার খুব ইচ্ছা থ্রিলার মুভি বানাবে।একের পর এক বাঁধা-বিপত্তি আসলেও সে হার মানতে রাজি না।
যেভাবেই হোক,অর্জুন শেঠ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নারিন্দার সিং একজন পুলিশ।অর্জুনকে পুলিশে জয়েন করার জন্য বলে।কিন্তু অর্জুন পুলিশের চাকরি না করে দেয়।
পরে একসময় অর্জুন পুলিশে যোগ দেয়।
শহরে ঘটতে থাকে একের পর এক খুন।
১৪/১৫ বছরের স্কুল ছাত্রীরা খুন হচ্ছে।তারা এমনভাবে খুন হচ্ছে যেটা বলার বাইরে।পুরো দেহে অসংখ্য কাটার দাগ, চোখ উপড়ানো এক কথায় ভয়ানক অবস্থা।এই খুনগুলো সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়।অবশ্যই এটা সিরিয়াল কিলারের কাজ।
এই সিরিয়াল কিলারকে ধরার জন্য অর্জুন শেঠ বেরিয়ে পড়ে।
আরও কিছু বললে স্পয়লার হয়ে যাবে।
মুভিটা দেখতে পারেন।
হ্যাপি ওয়াচিং।