BollywoodActionAdventureDrama

Vikrant Rona 2022 Movie Review

Vikrant Rona 2022 Movie Review: পরিচালনা করেছেন অনুপ ভান্ডারি। সঙ্গে সুদীপ, নিরুপ ভান্ডারি, নীথা অশোক, জ্যাকলিন ফার্নান্দেজ। প্রায় অর্ধ শতাব্দী আগে, একটি গ্রীষ্মমন্ডলীয় রেইনফরেস্টের মাঝখানে একটি প্রত্যন্ত গ্রাম একটি সিরিজের ব্যাখ্যাতীত ঘটনার সাক্ষী হতে শুরু করে যা তারা অতিপ্রাকৃতকে দায়ী করে।

Vikrant Rona | July 28, 2022 (India) Summary:
Countries: IndiaLanguages: Kannada

**মুভি-ঃ Vikrant Rona (2022)

ধরন-ঃ এ্যাকশন, এডভেঞ্চার, ড্রামা

পরিচালক-ঃ অনুপ ভান্ডারী

অভিনয়-ঃ সুদীপ, জ্যাকলিন ফার্নান্দেজ, মিলনা নাগরা,নিরুপ ভান্ডারী, নীতা অশোক,

রানটাইম-ঃ ২ ঘন্টা ২৮ মিনিট

ভাষা-ঃ কনড্ড ( হিন্দি)

রেটিং-ঃ ৮/১০

কিচ্চা সুদিপ অভিনিত কন্নড় একশন থ্রিলার ফিল্ম ভিক্রান্ত রোনা। ৯৫ কোটি টাকা বাজেটের এই সিনেমাটি বক্স অফিসে সুপারহিট। সিনেমাটি পরিচালনা করেছেন আনুপ ভান্ডারি। এছাড়াও সিনেমাটিতে জেকলিন ফার্নান্দেজের কেমিও রয়েছে। নিরুপ ভান্ডারি, নিথা আশোক, মধুসূদন রাও, ভাসুকি ভৈভবরাও গুরুত্বপূর্ণ ভুমিকায় রয়েছে।

**কাহিনি: প্রায় পঞ্চাশ বছর আগে, একটি রেইনফরেস্টের মাঝখানে একটি প্রত্যন্ত গ্রামে বিভিন্ন ব্যাখ্যাতীত হ/ত্যাকান্ড ঘটতে থাকে যার জন্য তারা ভুতপ্রেতকে দায়ী করে। এই রহস্য উদঘাটন করতে গ্রামে আসে ইন্সপেক্টর ভিক্রান্ত রোনা।

**অভিনয়: কিচ্চা সুদিপের অভিনয় অনেকেই দাবাং ৩, পেহেলবান, হাব্বুলি এইসব সিনেমাতে দেখেছেন। তাই তার অভিনয় দক্ষতার কথা সবারই জানা। এছাড়া জেকলিনের অভিনয় খুব কম সময়ের জন্য রাখা হয়েছে। মুলত গ্লেমারের জন্যই তাকে নেয়া। নিরুপ ভান্ডারি ও নিথা আশোকের অভিনয় ভালো ছিলো।

**পজিটিভ: অসাধারণ সুন্দর সেট ডিজাইনের জন্য মনে হয় আসল রেইনফরেস্টেই শুট করা হয়েছে। ক্লাইমেক্স টুইস্ট টা আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না। আর ক্লাইমেক্স ফাইটে বেশি কুইককাট করেনি, তাই দেখতে ভালো লাগছিলো।

**নেগেটিভ: নিরুপ ভান্ডারি ও নিথা আশোকের কেমিস্ট্রি ভালো ছিলো তবে তাদের প্রেমকাহিনি সিনেমার কাহিনিতে খুব একটা অবদান রাখেনি। কিছু কিছু জায়গায় তাদের কাহিনি শুধুমাত্র সিনেমার লেন্থ বাড়াচ্ছিলো। এছাড়াও কিছু কিছু জায়গায় কমেডি ঠিক ভাবে কাজ করেনা। এই ধরনের সিন গুলো বাদ দিয়ে ভিক্রান্ত রোনা ও তার মেয়ের কাহিনি দেখালে ইমোশন আরো বৃদ্ধি পেত। সিনেমাটির রানটাইম মাত্র ২ ঘন্টা ১৫ মিনিট হওয়া সত্ত্বেও কিছু জায়গায় অনেক স্লোও মনে হচ্ছিলো।

**মন্তব্য: এডভেঞ্চার থ্রিলার টাইপ সিনেমা আপনার যদি পছন্দের হয় তবে সিনেমাটি দেখে ফেলতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button