Vendhu Thanindhathu Kaadu 2022 Movie Review

Vendhu Thanindhathu Kaadu 2022 Movie Plot
Vendhu Thanindhathu Kaadu 2022 Movie Review: পরিচালনা করেছেন গৌতম বাসুদেব মেনন, লি হুইটেকার। সঙ্গে সিলামবরাসন রাজেন্দর, সিদ্ধি ইদনানি, রাধিকা শরৎকুমার, আপ্পুকুট্টি। মুথু, একজন নিম্ন বর্ণের যুবক, জীবিকার জন্য মুম্বাইয়ের রাস্তায় যায়। তার অনুসন্ধান তাকে অপ্রত্যাশিত ঘটনার একটি সিরিজে নিয়ে যায়, যেখানে সে মুম্বাইয়ের তামিল গ্যাংস্টারদের আন্ডারগ্রাউন্ড কার্যকলাপে জড়িয়ে পড়ে। সে কি শীর্ষে উঠবে?
মুভিঃ- Vendhu Thanindhatu Kaadu (২০২২)
জনরাঃ- গ্যাংস্টার ড্রামা
IMD’b:- ৭.৭/১০
পরিচালক-ঃ গৌতম বাসুদেব মেননলি
অভিনয়-ঃ শিলাম্বরসন রাজেন্দ্র, সিদ্ধি ইদনানি, রাধিকা শরৎকুমার
“ এখন আমাকে কেউ নিচু চোখে দেখে না! এখন আমার দারিদ্রতারও ভয় নেই কারন আমার কাছে এখন বন্দুক আছে ”
প্রত্যন্ত এক গ্রামের ছেলে মুথু। অনেক কষ্ট করলেও ওখানে জীবন চালাতে তার খুব কষ্ট হচ্ছিলো। ফলে নতুন কাজের উদ্দেশ্যে মুম্বাইতে আসে মুথু। সেখানে এক পরোটার দোকানে কাজ পেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে থাকে সে। এবং এভাবেই বিভিন্ন সমস্যা থেকে নিজেকে বাচাতে বাচাতে তার শেষ পরিনতি কি হতে চলেছে সেটাই এই মুভিতে দেখানো হয়েছে।
“ Vendhu Thanindhatu Kaadu ” মুভিটি এক কথায় দারুণ প্রায় ৩ ঘন্টা রান টাইমের রিয়ালস্টিক গ্যাংস্টার ড্রামা দেখে মজা পেয়েছি খুব। মজা পাবার অন্যতম কারণ এর ডিরেকশন। জোশ ডিরেকশন দিয়েছে সিনিয়র ডিরেক্টর গৌতম বাসুদেব মেনন। অন টেক শট ও ক্যামেরার কাজ খুব ভালো লেগেছে এই মুভিতে। এছাড়া মুভির লিড হিরো “ সিম্বু ” দারুণ অভিনয় করেছে এবং তার মেহনত নজরে পরে এই মুভিতে। মনেহয় এই মুভির জন্য তাকে ৩ বার বডি ট্রান্সফরমেশন করতে হয়েছে। মুভিতে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার অভ্যাস, তার ফাইট সিন, তার ইনোসেন্ট ফেস সবই একদম নিখুঁত ছিলো। বিশেষ করে বিভিন্ন ফাইট সিনে তাকে খুব ভালো লেগেছে এবং ফাইট সিনে সিঙ্গেল টেক শট গুলোও ছিলো দেখার মতোন।
গ্যাংস্টার গল্পের পাশাপাশি, মুথু ও পাভাই এর রোমান্টিক সাইড খুব ভালো লেগেছে। মনেহয়নি স্ক্রিনে এরা অভিনয় করেছে, একদমই বাস্তব লেগেছে এদের কেমিস্ট্রি। নতুন জুটি হিসাবে খুব ভালো লেগেছে তাদের।
সবমিলিয়ে, ৮/১০ পাবার মতোন মুভি এটি।
happy watching