MalayalamBollywood

Varaal 2022 Movie Review

Varaal 2022 Movie Plot

Varaal 2022 Movie Review: পরিচালনা করেছেন কান্নান থামরাক্কুলাম। সঙ্গে মাধুরী ব্রাগানজা, সুরেশ কৃষ্ণ, রিশাদ মাহমুদ, অনুপ মেনন। 2024 সালের কেরল বিধানসভা নির্বাচন বন্ধ রয়েছে। সিএম অচ্যুথান নায়ার 10 বছর ধরে অফিসে রয়েছেন। দিল্লি হাইকমান্ড এই পদে একজন নবাগত ডেভিড জন মেডাইলকে সুপারিশ করেছে।

মুভি-ঃ Varaal (2022)

ধরন-ঃ থ্রিলার

পরিচালক-ঃ কান্নান থামরাক্কুলাম

অভিনয়-ঃ মাধুরী, সুরেশ, রিশাদ মাহমুদ, অনুপ মেনন, প্রিয়াঙ্কা নায়ার

রানটাইম-ঃ ২ ঘন্টা

আইএমডিবি-ঃ ৯.২/১০ 🔥

মালায়ালাম পলিটিক্স রিলেটেড গুড ওয়ান মুভি।

হালকা স্পয়লার অ্যালার্ট ⚠️

প্রথমেই বলে রাখি এইটা একটা পলিটিকাল রিলেটেড থ্রিলার মুভি, এই মুভির শুরু তে দুইটা ভিন্ন সিন দেখানো হয় যা মুভির এন্ডিং এর সাথে রিলেটেড।

আর এই পুরো মুভি হলো দুইটা রাজনৈতিক দল কে নিয়ে।

একটি দল টানা দশ বছর জিতে আসছে অন্যদিকে আরেকটা দল টানা দশ বছর হেরে আসতেছে।

হারার কারণ তাদের একজন ভালো নেতৃত্ব না থাকা,

হাই কমান্ড থেকে ক্যান্ডিডেট একজন নতুন CM এর নাম ঘোষণা করা হয় চিঠির মাধ্যমে,,,,,

এইখান থেকেই মূল গল্প শুরু হয়।

এইবার আসি মুভির পজিটিভ ও নেগেটিভ দিক নিয়ে।

স্টোরি লাইন ভালো ছিলো,

থ্রিলার মুভি হিসেবে থ্রিল কম ছিলো।

তবে শেষের দিকে এমন একটা টুইস্ট ছিলো যা ছিলো সম্পূর্ণ কল্পনার বাহিরে।

এই মুভিটি অনেকেই বলতেছে ফ্যামিলি নিয়ে বসে দেখা যাবে আমি এইটার সাথে সহমত কিন্তু শুধুমাত্র একটা সিন বাদ দিয়ে দেখলে দেখা যাবে বলে আমি মনে করি। ফ্যামিলি নিয়ে দেখলে মাস্ট বি একটা সিন স্কিপ করতে হবে।

পুরো মুভি জুড়ে প্রকাশ রাজের এক্টিং পারফরম্যান্স ছিলো চোখ ধাধানো মনমাতানো মতো।

আর ফিমেইল লিড ক্যারেক্টরে Madhuri Braganza এর এক্টিং পারফরম্যান্স এক্সপ্রেসন ডায়লগ ডেলিভারি অনেক ভালো লেগেছে আমার।

মুভির স্কিন প্লে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে।

মালায়ালাম সাউন্ড ক্লিয়ার থাকাতে এতটুকু বলা যায় বিজিএম ও অনেক ভালো ছিলো তবে সিনেমাটোগ্রাফি, ভি এফ এক্স, এডিটিং নিয়ে ফুল এইচডি তে না দেখা অব্দি এই বিষয়ে কথা না বলা শ্রেয় বলে আমি মনে করি।

সুতরাং সবশেষে একটা কথাই বলবো যারা সাউথ মুভি লাভারস আছেন যেমন কেরালা, তামিল, মালায়ালাম মুভি লাভারস তাদের জন্য এইটি মাস্ট ওয়াচ মুভি।

আর যারা শুধুমাত্র মুভি লাভারস তারা ও অবশ্যই দেখতে পারেন টাইম ওয়েস্ট যাবে না এতটুকু সিউর থাকতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button