HollywoodAction

V for Vendetta 2005 Movie Review

V for Vendetta 2005 Movie Plot

V for Vendetta 2005 Movie Review: জেমস McTeigue দ্বারা পরিচালিত. নাটালি পোর্টম্যান, হুগো উইভিং, স্টিফেন রিয়া, স্টিফেন ফ্রাই সহ। ভবিষ্যতের ব্রিটিশ ডাইস্টোপিয়ান সমাজে, একজন ছায়াময় মুক্তিযোদ্ধা, যিনি শুধুমাত্র “V” নামে পরিচিত, অত্যাচারী সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করেছিলেন – একজন তরুণীর সাহায্যে।

🎬Movie: V for Vendetta (2005)

🔰Genre: Action/ Thriller

🔰Directed By: James Mc Teigue

🔰Starring: Natalie Portman, Hugo Weaving, Stephen Rea, John Hurt

🔰Budget: $54 Million

🔰Box Office: $132.5 Million

🔰Running Time: 2h 13m

🔰IMDb: 8.2/10

🔰Rotten Tomatoes: 73%

🔰Metacritic: 62%

✅ Google Users 91% liked this film.

নো স্পয়লার ✅

“Behind this mask there is more than just flesh. Beneath this mask there is an idea… and ideas are bulletproof.” – V

🔷একুশ শতকের ব্রিটিশ চলচ্চিত্রগুলো আমাকে আগে এতোটা প্রভাবিত করতে পারেনি বলে “V for Vendetta” আমার মুভি লিস্টের অনেক নিচেই ছিলো.. সত্যি বলতে তাদের মেথোডিক্যাল প্যাসিং এবং গভীর বাচনভঙ্গিই এর পিছনে প্রধান হেতু। তারপর যখন আমি লিস্টের নিচে পড়ে থাকা সিনেমাটি দেখা আরম্ভ করলাম… অতিসত্বরই মস্তিষ্কের নিউরনে নাড়া দিলো… হ্যা এর মাঝে আমি একটি ক্ল্যাসিক আবিষ্কার করে ফেলেছি!🙂

চলচ্চিত্রটিকে যুক্তরাজ্যের তৎকালীন সমাজতন্ত্রের বিরুদ্ধে একটি অলিখিত আর্জি বলা যায়, যেখানে অরিয়েল সেই ১৯৮৪ সালেই একটি ভবিষ্যৎ সমাজব্যবস্থাকে চিত্রায়িত করেছিলেন যখন মনুষ্যত্ব তলানিতে এসে পথবিচ্যুত, হিংসাত্মক তৎপরতায় লিপ্ত লোকেরা বিশ্বাস করতো কেউ তাদেরকে ব্যক্তিগতভাবে চিহ্নিত করতে পারছে না, মানে দাঁড়ালো তারা হাজারটা খারাপ কাজ করবে মানুষের ভীড়ে লুকিয়ে চুরিয়ে কিন্তু কেউ তাদের টিঁকিটিও ধরতে পারবেনা, সহজকথায় যাকে নৈরাজ্য বলা যায়…. Actually I would like to mark this concept as “Deindividuation” which leads to the elimination of inclusivity & diversity..🤔

📽অভিনেতা হিউগো ওয়েভিং, যাকে সিনেমায় “V” চরিত্রে একজন এ্যানার্কিস্ট হিসেবে Zorro টাইপ কস্টিউম ও Guy Fawkes মুখোশ পরিহিত একজন হিটম্যান হিসেবে দেখা যাবে। জন হার্টকে দেখা যাবে Adam Sutler চরিত্রে একজন উচ্চ পদস্থ চ্যান্সেলর হিসেবে যিনি কিনা রাষ্ট্রের শত্রুদের বিরুদ্ধে প্রতিরক্ষাকবচ হিসেবে একটি পুলিশি রাষ্ট্র তৈরির স্বপ্ন দেখেন। নাটালি পোর্টম্যান, এ্যাভি হ্যামন্ড চরিত্রে সিক্রেট পুলিশ এবং ভি’- এর সাগরেদ হিসেবে দারুণ অভিনয় করেছেন। এদিকে স্টিভেন রিয়াকে এরিক ফিঞ্চ চরিত্রে দেখা যাবে একজন বিবেকবান পুলিশ অফিসার হিসেবে যে কিনা আস্তে আস্তে ভি’এর মনস্তত্ত্ব পড়তে শুরু করেন, ভি’ কেনো ও কিভাবে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আইন নিজ হাতে তুলে নিচ্ছে এর যথাযথ উত্তর খুঁজতে থাকেন! তাদের সাপে-নেউলে খেলা পুরো সিনেমা জুড়ে বেশ জমজমাট ছিলো!

চলমান গল্পের ধারাবাহিকতায় অবশেষে ইংরেজরা শিখতে থাকবে কিভাবে তারা তাদের সরকার কতৃক প্ররোচিত হচ্ছে… আর এরই পরিপ্রেক্ষিতে ভি’ অচিরেই তাদের স্বাধীনতার প্রতীক হয়ে ওঠে চারদিকে, আমজনতা ভি’এর প্রতীকস্বরূপ Guy Fawkes মুখোশ পরে সামাজিক প্রতিরোধ গড়ে তোলে… মুখোশ হয়ে যায় তাদের প্রতিবাদের একমাত্র ভাষা!👺

📌আমার কাছে এটি সর্বকালের অন্যতম সেরা এ্যাকশন থ্রিলার…খানিকটা সুপারহিরো ধাঁচের, আমি এর অন্তর্নিহিত ম্যাসেজটি উপলব্ধি করতে পেরেছি বলেই হয়তো!

অবশ্য, “V for Vendetta” কোনো সুপারহিরো ফিল্ম নয় বরং ক্ল্যাসিকই বলা চলে, এখানে ভি’এর বিলম্বিত উপস্থিতি, এ্যাকশনের স্বল্পতা রয়েছে, তথাপি ভি’ যখন তার ফর্মে আসে তখন সিনেমায় তার উপস্থিতি ও কাজকর্ম বাদবাকি সকল ঘাটতিই সুন্দরভাবে পূরণ করে ফেলে….তবে এটি ফ্যাসিবাদী সমাজব্যবস্থার বিপরীতে যে ম্যাসেজ নিয়ে আসে তা অবশ্য সবার বোধগম্য হবে না…🤔

💠And here the main point is, V is such a hero worth waiting for.. Because he is so skillful & commanding of the screen! 🙂

📌অন্যসব সুপারহিরো ফিল্ম থেকে আলাদা ধাঁচে গড়া, ভি’ কোনো শাশ্বত চরিত্র নয় যাকে যথাযথভাবে ব্যাখ্যা করা যায়… তার গল্পটি একেবারেই আলাদা- “একজন ভিলেন এবং একটিমাত্র কনটেক্সটে সীমাবদ্ধ “

📌হিউগো, ভি’ চরিত্রায়ণের জন্য যথাযথ কাস্টিং এবং তিনিই ভি’ চরিত্রটিকে প্রাঞ্জল অভিনয়ের মাধ্যমে পর্দায় আরো আকর্ষণীয় করে তোলেন… যদিও স্ট্র্যাটেজি বলে এ্যাভির ভূমিকায় নাটালি পোর্টম্যানই লিড রোলে নিজের ন্যায্যতা নিশ্চিত করেছেন ভি’এর সহচর হয়ে একের পর এক সেন্ট্রিক মোমেন্টস উপহারের মধ্য দিয়ে….🙂

তবে, যে কারণে “V for Vendetta” ক্ল্যাসিক স্ট্যাটাস পাওয়ার যোগ্যতা রাখে তার জন্য ওয়েভিং এবং পোর্টম্যানের মতো জন হার্টের দুর্দান্ত উপস্থিতিও সমানভাবে বিবেচনাযোগ্য। আর তিনি চ্যান্সেলর হিসেবে Sutler চরিত্রে (যে কিনা করুণা কি জিনিস সেটা জানেই না) নির্মমতা ও আধিপত্যের প্রতীকরূপে অসম্ভব ভালো অভিনয় করেছেন।

📌আমি কোনো আর্গুমেন্টে যাবো না তবে আমার মনে হয় “V for Vendetta”, ব্যাটম্যান বিগিনস অথবা ডার্ক নাইট ট্রায়োলজির থেকে যথেষ্ট ভালো, একদিকে ড্রামাটিক ফিলোসোফি, অন্যদিকে ফ্যাসিবাদী নিয়মকে বুড়ো আঙুল দেখানো ও এ্যাকশন সবই মিলবে এখানে তবে একটু বেশি মনোযোগ খরচা করে দেখতে হবে বৈকি।

যদিও ভি’ এবং ব্যাটম্যানকে ফিলোসোফিক্যালি বা ইন্টেলেকচুয়ালি, যেটাই বলি না কেনো কোনোভাবেই তুলনা করা যায় না, এরপরেও ” V for Vendetta” সিনেমাটি এখন অব্দি যেকোনো ব্যাটম্যান চলচ্চিত্রের চেয়ে এ্যাকশন ঘরানার সিনেমা হিসেবে আমার কাছে বেশি আকর্ষণীয় ও উপভোগ্য মনে হয়েছে।

I believe the story has all the potentials to be continued with a twist…🙂

শেষ করতে চাই ফিল্মের আরো একটি বাক্য দিয়ে-

“People should not be afraid of their government, government should be afraid of their people..”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button