BollywoodHorror

Triangle 2009 Movie Review

Triangle 2009 Movie Review: ক্রিস্টোফার স্মিথ পরিচালিত। মেলিসা জর্জ, জোশুয়া ম্যাকিভার, জ্যাক টেলর, মাইকেল ডোরম্যানের সাথে। পাঁচ বন্ধু যাত্রা শুরু করে এবং তাদের ইয়টটি একটি অদ্ভুত এবং আকস্মিক ঝড়ে উল্টে যায়। একটি রহস্যময় জাহাজ তাদের উদ্ধার করতে আসে, এবং তারপর কি হবে তা ব্যাখ্যা করা যাবে না।

Triangle | October 16, 2009 (United Kingdom) Summary:
Countries: United Kingdom, AustraliaLanguages: English

মুভি-ঃ ~Triangle-(2009)

ধরন-ঃ হররর, থ্রিলার

পরিচালক-ঃ ক্রিস্টোফার স্মিথ

অভিনয়-ঃ মেলিসা জর্জ, জোশুয়া ম্যাকইভর, জ্যাক টেলর, হেনরি নিক্সন, রাচেল কার্পানি, এমা লুং

রানটাইম-ঃ ১ ঘন্টা ৩৯ মিনিট

®9/10

ভাইরে ভাই কি দেখলাম এটা?আসলে দেখলাম ডা কি!!

মুভিটা যতক্ষন পর্যন্ত আগাইতেছিল ততক্ষণ সিনগুলো দেখার সময় আমার মাথাও ঘুরতেছিলো।

আপনি কি আপনার মাথার ব্যায়াম করাতে চান? বা কোনো মাথা ঘুরানো মুভি খুজতেছেন? তাহলে আমি আপনাকে এই মুভিটি সাজেস্ট করব।মুভিটি দেখার সময়

মাথা ঠান্ডা এবং ধৈর্য নিয়ে বসবেন।

একদম হালকা স্পয়লার

জেস তার বন্ধুদের সাথে সমুদ্র পথে ঘুরতে যায়।হঠাৎ এক ঝড়ে তাদের বোর্ট ভেঙে যায়।পরে এক বড় জাহাজ তাদের নজরে আসে এবং তারা সেটাতে উঠে। তারপর থেকেই ঘটতে থাকে সব মাথা ঘুরানো ব্যাপার।তাদের জীবনে নেমে আসে এক অন্য ধরনের ঝর।

সব মুভিই IMDB দিয়ে judge করা উচিত নয়।মুভিটির imdb কম থাকলেও বলতে গেলে অনেক ভালো এক মুভি।

মুভির প্রায় সব ক্যারেকটারের অভিনয় ছিলো লা-জাবাব।ভিন্ন সময়ে ভিন্ন মখের এক্সপ্রেশন গুলো ছিলো অসাধারণ। এই রকম চরিত্রে অভিনয় করা বলতে গেলে অনেক কঠিন কিন্তু তারা অনেক নিখুঁত ভাবেই অভিনয়টা করেছিলেন।

মুভিটার সিনেমাটোগ্রাফি ছিলো অসাধারণ। bgm গুলোও অনেক ভালো লেগেছে।

অবশেষে যাদের ব্রেইন শক্তি অনেক ভালো, নিজেকে মহান পন্ডিত ভেবে থাকেন তাহলে মুভিটি আপনার জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button