The Scorch Trials 2015 Movie Review

The Scorch Trials 2015 Movie Review

The Scorch Trials 2015 Movie Review: দ্য স্কোর্চ ট্রায়ালস: ওয়েস বল দ্বারা পরিচালিত। ডিলান ও’ব্রায়েন, কি হং লি, কেয়া স্কোডেলারিও, থমাস ব্রোডি-সাংস্টারের সাথে। গোলকধাঁধা থেকে পালানোর পরে, গ্ল্যাডাররা এখন অকল্পনীয় বাধা দিয়ে ভরা নির্জন ল্যান্ডস্কেপের খোলা রাস্তায় চ্যালেঞ্জের একটি নতুন সেটের মুখোমুখি।

[imdb style=”transparent”]tt4046784[/imdb]

মুভি-ঃ Maze Runner: The Scorch Trials (2015)

Director- Wes Ball

রেটিং-ঃ ৭/১০

Story – প্রথম মুভি যেখানে শেষ ২য় টার কাহিনী সেখান থেকে শুরু। মেইজ থেকে বেরিয়ে Thomas আর তার বন্ধুরা Mr. Janson দ্বারা পরিচালিত একটা ফেসিলিটিতে আশ্রয় নেয়। সেখানেই তাদের সাথে পরিচয় হয় অন্য মেইজারদের সাথে। Aris নামের এক ছেলের সাথে Thomas এর পরিচয় হয়। Aris এর সাহায্যে সে জানতে পারে এই জায়গা নিরাপদ নয়। অনেক চেষ্টায় সেখান থেকে বেরিয়ে আসে তারা।

তারপর শুরু হয় রাইট আর্মকে খোজার পালা। শুরু হয় আরেক অভিযান পরিত্যক্ত এক পৃথিবীর বুকে । পথে দেখা হয় অনেক অদ্ভুত মানুষের সাথে। পথে হাজার বাধা বিপত্তি। আর ক্রেংকদের ভয় তো আছেই। ক্রেংক হল মুলত জম্বি।

এতসব বাধা বিপত্তি পেরিয়ে তারা কি পারবে রাইট আর্মএর সাথে মিলিত হতে? তারা কি পারবে নিরাপদ স্থানে পৌঁছাতে? জানতে হলে দেখতে হবে মুভিটি।অসাধারণ একটা মুভি।

Thomas চরিত্রে Dylan O’Brien, Teresa চরিত্রে Kaya Scodelario, Brenda চরিত্রে Agnes Rosa Salazar, Jorge চরিত্রে Giancarlo Esposito অভিনয় করেছেন। সবাই খুব ভালো অভিনয় করেছে। তবে Kaya মাঝে মাঝে অভিনয়ে দুর্বলতা দেখিয়েছে। আমার কাছে Breda চরিত্রের Agnes কে সবচেয়ে ভালো লেগেছে।

মুভির নামটা যেমন তেমনি পুরোটা মুভিতেই দৌড়াদৌড়ি। শেষ মুহুর্তে Thomas বলেই বসে,”I’m tired of running.” এতটুকু বলতে পারি এই মুভি ১০০ ভাগ এন্টারটেইনিং। তবে ১ম টা দেখা থাকলে কাহিনী ভালভাবে বুঝতে পারবেন না। আবার দেখা না থাকলেও মুভি দেখতে তেমন একটা সমস্যা হবে না। আবার মজাও পাবেন না।

তাই বলবো আগে প্রথম টা দেখুন।

Haopy watching 🤗

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *