
The Road Warrior 1981 Movie Plot
The Road Warrior 1981 Movie Review: পরিচালনা করেছেন জর্জ মিলার। মেল গিবসন, ব্রুস স্পেন্স, মাইকেল প্রেস্টন, ম্যাক্স ফিপসের সাথে। পোস্ট-অ্যাপোক্যালিপটিক অস্ট্রেলিয়ান বর্জ্যভূমিতে, একজন নিষ্ঠুর ড্রিফটার একটি ছোট, পেট্রল-সমৃদ্ধ সম্প্রদায়কে দস্যুদের দল থেকে বাঁচতে সাহায্য করতে সম্মত হয়।
Movie : Mad Max : The Road Warrior (1981)
Director : George Miller
Genre : Action/Sci-Fi
IMDb : 7.6/10
Rotten Tomatoes : 94%
Cast : Mel Gibson,Bruce Spense
বেশিরভাগ সিনেপ্রেমীই হয়তোবা ম্যাড ম্যাক্স কে চিনেচে টম হার্ডির মধ্য দিয়ে।তবে আশি-নব্বইয়ের দশকে মেল জিবসন ম্যাড ম্যাক্স এর রোল প্লে করে যা যথেষ্ট উপভোগ্য।
ম্যাড ম্যাক্স সিরিজের কাহিনী কারোই খুব একটা অপরিচিত নয়।সুদূর ভবিষ্যতে যখন পৃথিবীর বর্তমান প্রজন্ম ধ্বংস হবে তখন জন্ম নেবে নতুন সমাজ নতুন নিয়ম রিতী।ক্ষমতাশালী অনেকেই নিজেদের দেবতা ঘোষণা করবে,তাদের অধীণ মানুষদের নিয়ে তৈরী করবে কলোনী।এক কলোনির লোকদের সাথে আরেক কলোনির সংঘাত হবে।এগুলা মূলত ডেস্টোপিয়ান সাইন্স ফিকশনের মূল থীম।ম্যাড ম্যাক্স ও তার ব্যাতিক্রম নয়।
এমন এক ডেস্টোপিয়ান যুগেই আমাদের সাথে পরিচয় ঘটে ম্যাক্স নামের এক আগন্তুক এর যে তার অতীত ভুলতে পথে পথে ঘুরে বেড়ায়।তার চলার পথে পরিচয় অনেক নানান গোত্রের নানান মানুষের সাথে,সাময়িক সময়ের জন্য যোগ দেয় তাদের সঙ্গে তারপর পথের মানুষ পথেই ফীরে আসে।
সিরিজের দ্বিতীয় মুভি The Road Warrior এ ম্যাক্স কে দেখা যায় নতুন এক কলোনিতে পৌছতে যারা কীনা তেলের খনি থেকে তেল উত্তলন করে।তাদের এ সম্পদের উপর দৃষ্টি আছে আরেক নৃষংস গোত্রের।ম্যাক্স কার দলে যোগ দেবে? কেমন হবে তার অভীজ্ঞতা?
এডভেঞ্চারের নেশায় এখনি ঝাপিয়ে পড়ুন আশা করি ভালো লাগবে।
Happy watching