HollywoodAction

The Maze Runner 2014 Movie Review

The Maze Runner 2014 Movie Review: পরিচালনা করেছেন ওয়েস বল। ডিলান ও’ব্রায়েন, আমল আমীন, কি হং লি, ব্লেক কুপারের সাথে। থমাসকে তার স্মৃতি মুছে ফেলার পরে ছেলেদের একটি সম্প্রদায়ে জমা করা হয়, শীঘ্রই তারা শিখেছে যে তারা সবাই একটি গোলকধাঁধায় আটকা পড়েছে যার জন্য তাকে পালানোর জন্য সহকর্মী “রানারদের” সাথে বাহিনীতে যোগ দিতে হবে।

The Maze Runner | September 19, 2014 (United States) Summary:
Countries: United Kingdom, United StatesLanguages: English

Movie: ” The Maze Runner ” ( 2014)

Director : Wes Ball

Cast: Dylan o’Brien, kaya scodelario eyc

Country : United States

Genre : Sci-fi, Action

ব্যাক্তিগত রেটিং ৭/১০ 💖

জ্ঞান ফেরার পর আপনি আপনাকে এমন একটা প্লেসে আবিস্কার করলেন যেখানে চারপাশে বিশাল দেয়াল আর আপনার নামটাও আপনার মনে নেই। এই অদ্ভুত গোলকধাঁধা থেকে কিভাবে বের হবেন?

এরকম একটা গোলকধাঁধায় একটা ঢেকুর তোলা জার্নি করতে চাইলে দেখে নিতে পারেন ২০১৪ সালের মুভি ” The Maze Runner “

আয়ারল্যান্ড এর ” Vivarium ” কিংবা ” Escape Room ” ” Exam ” মুভি গুলো যারা দেখেছেন তারা জানেন এগুলো একটা মাইন্ডগেইম সারভাইভাল মুভি। মানুষকে নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট চলে দুনিয়ার বিভিন্ন যায়গায়। ” The Maze Runner ” সেরকমই একটা হিউম্যান এক্সপেরিমেন্টাল মুভি।

গল্পটা সারভাইভ করার। কিছু তরুন যুবকের একটা চোখ ধাধানো জার্নির গল্প এটা। ২-৩ টা একশন সিন আছে সেগুলো মারাত্মক লাগবে। প্রথম ৩২ মিনিট একটু স্লো লাগতে পারে কিন্তু তারপর থেকেই আসল খেলা শুরু হবে।

১১৩ মিনিটে একটা আলাদা জগতে ডুবিয়ে দিবে মুভিটা। ছোট বাচ্চা থেকে পরিবার সবাইকে নিয়ে একসাথে দেখতে পারেন। ডাব নারিকেল লাভারদের জন্য সুখবর হচ্ছে হিন্দি ডাব রয়েছে কিন্তু আমি সাজেস্ট করবো অরজিনিয়াল ল্যাংগুয়েজে বাংলা সাবটাইটেল দিয়ে দেখার জন্য। দরজা জানালা বন্ধ করে ডুবে যান এক গোলকধাধার শহরে।

happy watching 🤗

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button