
The Dark Knight 2008 Movie Review: পরিচালনা করেছেন ক্রিস্টোফার নোলান। সঙ্গে ক্রিশ্চিয়ান বেল, হিথ লেজার, অ্যারন একহার্ট, মাইকেল কেইন। জোকার নামে পরিচিত বিপদ যখন গোথামের লোকেদের উপর সর্বনাশ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে, তখন ব্যাটম্যানকে অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতার সবচেয়ে বড় মানসিক এবং শারীরিক পরীক্ষা গ্রহণ করতে হবে।
মুভি-ঃ The Dark Knight (2008)
ধরন-ঃ অ্যাকশন, ক্রাইম, ড্রামা
পরিচালক-ঃ ক্রিস্টোফার নোলান
অভিনয়-ঃ ক্রিশ্চিয়ান বেল, হিথ লেজার, অ্যারন, ম্যাগি গিলেনহাল
রানটাইম-ঃ ২ ঘন্টা ৩২ মিনিট | আইএমডিবি-ঃ ৯/১০
Smile, because it confuses people.Smile, because it is easier than explaining what is killing you inside
No spoiler
ব্যাটম্যান-জোকারের মধ্যকার দ্বন্দ্ব তো আমরা সকলেই জানি।কার্টুনে দেখেছি,কমিক্সে পড়েছি।তবুও কেন এই দা ডার্ক নাইট মুভিটিকে নিয়ে এতো আলোচনা চলে? মার্ভেল-ডিসি থেকে সুপারহিরো মুভি তো বহু এসেছে।ওগুলোর চেয়ে ১৪ বছর পূর্বে মুক্তি পাওয়া এই মুভিকে নিয়েই বেশী মাতামাতি হয় কেন? উত্তর হচ্ছে এই মুভিতে স্পেশাল এমন কিছু রয়েছে যা অন্য কোন সুপারহিরো মুভিতে পাওয়া যায় না।আর তা হচ্ছে চরম বাস্তববাদী সংলাপ এবং নোলান সাহেবের অসাধারণ ডিরেকশন।এই মুভিতে জোকারের কতোগুলো আইকনিক সংলাপ রয়েছে যা আমাদের বাস্তব জীবনের সাথে হুবহু মিলে যায়।আমি আমার ব্যক্তিগত জীবনের অনেক ক্ষেত্রেই জোকারের সংলাপগুলোর প্রমাণ পেয়েছি।পোস্টের শুরুতেই জোকারের যে সংলাপটি দিলাম তা আমি অসংখবার অনুভব করেছি।শুধু জোকার আর ব্যাটম্যানের মধ্যকার ক্যাট & মাউজ চেজ নয় বরং পরিস্থিতিভেদে মানবজাতির মনস্তাত্ত্বিক অবস্থা আর আচরণকে অভূতপূর্ব ডিরেকশনের মাধ্যমে পর্দায় ফুটিয়ে তুলেছেন নোলান সাহেব।এই কারনেই মুভিটি এতো বিখ্যাত।কাউরো কাউরো কাছে হয়তো এই মুভিকে অভাররেটেড লাগতে পারে কিন্তু যারা এই বিষয়টা ধরতে পেরেছে একমাত্র তারাই বুঝবে এই মুভির মর্ম।আর তাছাড়া তো রয়েছে একঝাঁক বাঘা বাঘা কাস্ট।বিশেষ করে জোকারের চরিত্রে প্রয়াত অস্ট্রেলিয়ান অভিনেতা হিথ লেজারের অবিস্মরণীয় কালজয়ী পার্ফরমেন্স
Happy watching