
Thallumaala 2022 Movie Plot
Thallumaala 2022 Movie Review: পরিচালনা করেছেন খালিদ রহমান। টোভিনো থমাস, কল্যাণী প্রিয়দর্শন, শাইন টম চাকো, চেম্বান বিনোদ জোসের সাথে। বিয়ে করার জন্য প্রস্তুত একজন যুবককে অনুসরণ করে, কিন্তু মজার ঘটনা ঘটে এবং তার পরিকল্পনা পরিবর্তন করে।
মুভি-ঃ Thallumaala ( রিলিজ (১২ আগষ্ট ২০২২)
জনরা-ঃ অ্যাকশন, কমেডি, ড্রামা
পরিচালক-ঃ খালিদ রহমান
অভিনয়ে:- টভিনো থমাস,কল্যাণী প্রিয়দর্শনী
আইএমডিভি রেটিং:- ৭.১
পার্সোনাল:- ৭.৫
এই জীবন মানে মারামারি জানতে হলে দেখতে হবে ★Thallumala★
বলিউডের ডিরেক্টর দের একটা মাসালা মুভি বানানোর আগে বার বার দেখা উচিত থাল্লুমালা
[𝙈𝙮 𝙊𝙥𝙞𝙣𝙞𝙤𝙣] : ভাইরে ভাই কি ছিলো এটা
পুরাই ক্রেজি একটা মুভি! আড়াই ঘণ্টা সময় মনে হয় এক অন্য জগতেই ছিলাম। মুভি দেখা শেষে এখন আসলেই খুবই মারপিট করার ইচ্ছা হচ্ছে
মুভির গল্প তেমন কোন আহামরি কিছু না কিন্তু প্রেজেন্টেশন দারুণ! বিশেষ করে মুভির এডিটিং, কালার-থিম, স্লো-মোশন একশন সিক্যুয়েন্সগুলো (একশন সিক্যুয়েন্সগুলো তো ভাই অন্য লেভেলের ক্রেজি) লাজবাব
মিউজিকও প্রচুর এনার্জেটিক
মারামারি নিয়ে এরকম একটা মুভি বানানো যায় তাহা একমাত্র মালায়লাম বলেই হয়তো সম্ভব হয়েছে।মুভিটা আমার কাছে যথেষ্ট ইঞ্জয়বল বলে মনে হয়েছে।
মুভিটা দেখলে আপনেরা মারামারি কতপ্রকার কি কি তাহা উদাহরন সহকারে বুঝিতে পারবেন।তাই বলে এমন না যে মারামারি গুলো মনে হবে বাস্তবতা হীন।
অন্তত মারামারি গুলো রিয়েলেস্টিক মনে হবে এটা গ্যারান্টি দিতে পারি।
যাইহোক চাইলে মুভিটা দেখতে পারেন।
thallumaala মাসালা মুভির ধরন ই চেইঞ্জ করে দিছে।
একশন মাসালা লাভার দের জন্য থাল্লুমালা এবছরের সবচেয়ে বড় উপহার
পারফেক্ট একশন + সুপার হিট এডিটিং + অনবদ্য পারফরম্যান্স + সব লজিক্যাল গান = একটা আউটস্ট্যান্ডিং একশন মাসালা মুভি
★সবশেষে টভিনো থমাস জিন্দাবাদ
(ক্যারিয়ার সেরা পারফরম্যান্স এর জন্য)