Slither 2006 Movie Review

Slither 2006 Movie Plot
Slither 2006 Movie Review: পরিচালনা করেছেন জেমস গান। ডন থম্পসন, নাথান ফিলিয়ন, গ্রেগ হেনরি, জ্যানথা রেডলির সাথে। একটি ছোট শহর একটি এলিয়েন প্লেগ দ্বারা দখল করা হয়, বাসিন্দাদের জম্বি এবং সব ধরনের মিউট্যান্ট দানবগুলিতে পরিণত করে।
Movie: Slither (2006)
Genre: Horror, Sci-fi
Duration: 1h 35m
IMDb: 6.5
Personal: 7.5
ইউটিউবে ছোট একটি ক্লিপ দেখার পর এই মুভিটা দেখার আগ্রহ অনেক বেড়ে গেল। কিন্তু হরর জনেরের এই মুভিটা কেন জানি রাতে একা দেখার সাহস পাচ্ছিলাম না। তাই ঠিক করলাম মুভিটা আমি দিনের বেলা দেখবো।
হালকা স্পয়লার: Grant নামের এক ব্যাক্তি তার স্ত্রীকে নিয়ে একা একটি বাসায় থাকে। একদিন রাতে Grant বাইরে এসে জঙ্গলে অদ্ভুত একটি জিনিস দেখতে পায়। যখনি Grant ঐ জিনিসটার কাছে যায় তখন সুচালো জাতীয় কিছু একটা তার শরীরে ঢুকে পরে। তারপর তার শরীরে এক ধরণের পোকার জন্ম হয়। Grant এর চেহারা আস্তে আস্তে বিকৃত হতে থাকে এবং সে একটি ভয়ঙ্কর দানবে পরিণত হয়। তারপর সে কি কি করে তা মুভিতে দেখে নেবেন।
ভাইরে ভাই এই মুভিটা দেখার সময় নিজের মুখ চেপে ধরে থাকতে হইছে কিছু দৃশ্য আপনাকে অনেক ভয় পাইয়ে দেবে। বিশেষ করে দানবের চেহারাটা খুবই ভয়ংকর ছিল। তাই মুভিটা দেখার সময় অবশ্যই প্রস্তুতি নিয়ে দেখবেন।