Shyam Singha Roy 2021 Movie Review
Shyam Singha Roy 2021 Movie Review: পরিচালনা করেছেন রাহুল সাংকৃত্যন। সঙ্গে ননী, সাই পল্লবী, কৃতি শেঠি, ম্যাডোনা সেবাস্টিয়ান। কলকাতা এবং হায়দ্রাবাদে উদ্ঘাটিত পুনর্জন্মের থিমের কেন্দ্রগুলি৷
[imdb style=”transparent”]tt13349716[/imdb]
মুভি-ঃ Shyam Singha Roy (2021)
ধরন-ঃ ড্রামা, থ্রিলার, রোমান্স
পরিচালক-ঃ রাহুল সাংকৃত্যন
অভিনয়-ঃ ননী, সাই পল্লবী, কৃতি শেঠি, ম্যাডোনা সেবাস্টিয়ান, জিশু সেনগুপ্ত
রানটাইম-ঃ ২ ঘন্টা ৩৫ মিনিট | আইএমডিবি-ঃ ৭.৭/১০
অনেক দিন যাবৎ দেখবো দেখবো করে দেখা হয়ে উঠে নি,অবশেষে দেখলাম
হালকা স্পয়লার
মুভি শেষ হওয়ার পরও মনে হচ্ছিলো যদি আরেকটু থাকতো । মুভি শেষ হলেও রেশ থেকে গেছে। নানির সবগুলো ছবিই ভালো লাগছে । কিন্তু সবগুলোর মধ্যে SSR দেখার আগ পর্যন্ত Jersey আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের মুভি ছিলো । আর শ্যাম সিংহ রয় শুধু আমার না নানির ক্যারিয়ারের বেস্ট মুভি হয়ে থাকবে
সাই পল্লবীকে নিয়ে আর কি বলবো,এই মাইয়া তো নারী নয় সাক্ষাৎ দেবী নানি বা সাই কারো অভিনয়ে কোন ঘাটতি নেই,তারা সবসময় নিজের বেস্ট টা দিয়ে কাজ করে
মুভিটা দেখার সময় কেমন একটা বাঙালি বাঙালি ভাব আসছিলো,গর্ব হচ্ছিলো একেকটা বাংলা ডায়লগ পুরাই আগুন
আর শ্যাম সিংহ রয় এর পারসোনালিটি জাস্ট ওয়াও
যতটা এক্সপেকটেশন নিয়ে দেখতে বসছিলাম,তার চেয়েও বেশি পেয়েছি । যখন শুনলাম রোজি বেঁচে আছে, তখন শুধু মনে হচ্ছিলো কখন ৭০-৮০ বছরের সাই কে দেখাবে যদিও খুব একটা বয়স্ক লাগে নাই বাট ভালো ছিলো
অবশেষে এটাই বলবো সম্পূর্ণ তৃপ্তি মেটানোর মতো একটা মুভি । কেউ নিরাশ হবেন না ।
Happy Watching