Shyam Singha Roy 2021 Movie Review

Shyam Singha Roy 2021 Movie Review: পরিচালনা করেছেন রাহুল সাংকৃত্যন। সঙ্গে ননী, সাই পল্লবী, কৃতি শেঠি, ম্যাডোনা সেবাস্টিয়ান। কলকাতা এবং হায়দ্রাবাদে উদ্ঘাটিত পুনর্জন্মের থিমের কেন্দ্রগুলি৷

Shyam Singha Roy | December 24, 2021 (India) Summary:
Countries: IndiaLanguages: Telugu

মুভি-ঃ Shyam Singha Roy (2021)

ধরন-ঃ ড্রামা, থ্রিলার, রোমান্স

পরিচালক-ঃ রাহুল সাংকৃত্যন

অভিনয়-ঃ ননী, সাই পল্লবী, কৃতি শেঠি, ম্যাডোনা সেবাস্টিয়ান, জিশু সেনগুপ্ত

রানটাইম-ঃ ২ ঘন্টা ৩৫ মিনিট | আইএমডিবি-ঃ ৭.৭/১০

অনেক দিন যাবৎ দেখবো দেখবো করে দেখা হয়ে উঠে নি,অবশেষে দেখলাম 🥰

⛔হালকা স্পয়লার ⛔

মুভি শেষ হওয়ার পরও মনে হচ্ছিলো যদি আরেকটু থাকতো । মুভি শেষ হলেও রেশ থেকে গেছে। নানির সবগুলো ছবিই ভালো লাগছে । কিন্তু সবগুলোর মধ্যে SSR দেখার আগ পর্যন্ত Jersey আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের মুভি ছিলো । আর শ্যাম সিংহ রয় শুধু আমার না নানির ক্যারিয়ারের বেস্ট মুভি হয়ে থাকবে 💞

সাই পল্লবীকে নিয়ে আর কি বলবো,এই মাইয়া তো নারী নয় সাক্ষাৎ দেবী 🥰 নানি বা সাই কারো অভিনয়ে কোন ঘাটতি নেই,তারা সবসময় নিজের বেস্ট টা দিয়ে কাজ করে 🖤

মুভিটা দেখার সময় কেমন একটা বাঙালি বাঙালি ভাব আসছিলো,গর্ব হচ্ছিলো 🤗 একেকটা বাংলা ডায়লগ পুরাই আগুন 🔥 আর শ্যাম সিংহ রয় এর পারসোনালিটি জাস্ট ওয়াও ❤️

যতটা এক্সপেকটেশন নিয়ে দেখতে বসছিলাম,তার চেয়েও বেশি পেয়েছি । যখন শুনলাম রোজি বেঁচে আছে, তখন শুধু মনে হচ্ছিলো কখন ৭০-৮০ বছরের সাই কে দেখাবে 😁 যদিও খুব একটা বয়স্ক লাগে নাই বাট ভালো ছিলো 🥰

অবশেষে এটাই বলবো সম্পূর্ণ তৃপ্তি মেটানোর মতো একটা মুভি । কেউ নিরাশ হবেন না ।

Happy Watching 😘

Add Comment