
Republic 2021 Movie Plot
Republic 2021 Movie Review: দেব কত্তা পরিচালিত। সঙ্গে আমনি, জগপতি বাবু, বক্সার দিনা, শ্রীকান্ত আয়েঙ্গার। একজন আইআইটি স্বর্ণপদক বিজয়ী ভারতীয় প্রশাসনিক পরিষেবাগুলিতে টেনে নেওয়া হয়, যেখানে তিনি নবনির্বাচিত রাজনৈতিক প্রতিষ্ঠানের মুখোমুখি হন।
মুভি-ঃ Republic (2021)
ধরন-ঃ অ্যাকশন, থ্রিলার, ড্রামা
অভিনয়-ঃ সাই ধরম তেজ,জগপতি বাবু, রম্য কৃষ্ণন,ঐশ্বরিয়া রাজেশ, রাহুল
রানটাইম-ঃ ২ ঘন্টা ৩২ মিনিট| আইএমডিবি-ঃ ৮/১০
A must watch movie
” একটা বাচ্চাকে আপনি সারাদিন মারলেন, সে কাঁদতে থাকলো, প্রচন্ড রাগ হলো। শেষে রাতে তার হাতে একটা লজেন্স দিয়ে দিলেন দেখবেন সে আপনার সমস্ত আঘাত ভুলে গেল “
মুভি মতামত : উপরের লাইনটা পড়ে কি বুঝলেন? আমাদের দেশের রাজনীতি ঠিক উপরের কথার মতোই চলছে। ক্ষমতায় এসে যে যত পারে আমাদের কাছ থেকে শুষে নেয়,যতটা পারে আমাদের কাছ থেকে নিঙরে নেয়। আমাদেরও রাগ হয় ভাবি যে প্রতিবাদ করবো, সামনে এসে দাঁড়াবো কিন্তু যেই পরের ভোট চলে আসে, সরকার আমাদের সামনে ওই বাচ্চার লজেন্সের মতো একটা প্রকল্প চালু করে দেয় তখনই আমরা আগের সমস্ত আঘাত ভুলে যায়। পুনরাত তাদের নির্বাচিত করি। একই ভাবে তারা আমাদের শোষণ করে আসছে। আর এটাকেই আমরা সিস্টেম বানিয়ে দিয়েছি।
কোনো সরকারি কর্মচারী কিংবা কোনো উচ্চপদস্থ মানুষ যদি এই দুর্নীতির প্রতিবাদ করে। তাহলে তাকে হয়তো তার পদ থেকে সড়িয়ে দেওয়া হয় কিংবা হয়তো এই পৃথিবী থেকে তার চিহ্ন নিশ্চিহ্ন করে দেওয়া হয়। কোনো সৎ মানুষও যদি এই সিস্টেমের সাথে যুক্ত হয় তাহলে সেই এই সিস্টেমেরই অংশ হয়ে যায় কারণ এখানে সে একা একা কিছু করতে পারে না। এর সাথে পুলিশ,আইন, আদালত, রাজনৈতিক ব্যক্তিত্ত্ব সবাই জড়িত। মুভিটা অনেক আগেই ডাউনলোড দিছিলাম। কিন্তু কাল দেখলাম। সত্যি অসাধারণ একটা মুভি।
শেষ দিকে বিচারক সাহেবের ক্যারেক্টারটা পারসোনালি আমার অনেক ভাল লাগছে। এন্ডিংটাও অন্য দশটা মুভি থেকে আলাদা। মুভিটা শেষ করে আমি কিছুক্ষণ স্তব্ধ ছিলাম!! মুভির শেষ টা আপনাকেও স্তব্ধ করে দেবে!! সত্যি অসাধারণ Republic দেখুন ভালো লাগবে
Happy watching