Bollywood

Radhe 2021 Movie Review

Radhe 2021 Movie Plot

Radhe 2021 Movie Review: পরিচালনা করেছেন প্রভু দেবা। সঙ্গে সালমান খান, দিশা পাটানি, রণদীপ হুদা, জ্যাকি শ্রফ। ভয়ঙ্কর গ্যাংস্টার গণি ভাইকে নেওয়ার পরে, এসিপি রাজবীর শিকাওয়াত ওরফে রাধে শহরের সবচেয়ে ধনী ব্যক্তিকে খুঁজে বের করার জন্য একটি অভিযানে যায় যে গোপনে একটি অপরাধ সিন্ডিকেট চালায়।

🎬 Film: Radhe ( Your Most Wanted Bhai) 2021

📽️ Director: Prabhu deva

🎞️ Cast: Salman Khan, Disha Patani, Randeep Hooda, jackie Shroff e.t.c

Reting: 7/10

🚨 no spoiler🚨

( নিশ্চিন্তে পড়তে পারেন)

➡️ অ্যাকশন ফিল্ম তো অনেক দেখেছি কিন্তু এটার মতো মাথা নষ্ট করা ফিল্ম খুব কমই হয়। সাউথ কোরিয়ার রিমেক হলেও এখানে বলিউডি সিনেমার নিজস্ব কালচার এবং সালমান খানের আলাদা সোয়াগ পুরো সিনেমাকে এক অন্য লেভেলে নিয়ে গেছে.. ট্রেইলার যখন প্রথম দেখেছিলাম তখন কেমন জানি মনে ইচ্ছা জেগেছিলো এই সিনেমাটা দেখতেই হবে। অনলাইনে রিলিজ পাওয়ায় খুব সহজেই নেটে অ্যাভেইলেভেল ছিলো কিন্তু আমি অপেক্ষায় ছিলাম এই সিনেমার 4k print কবে আসবে কারন ভাইজানের ফিল্ম 4k ভার্সনে না দেখলে মজাই পাওয়া যায় না..

➡️ Radhe সবদিক থেকেই বেস্ট একটা সিনেমা। Prabhu Deva এর ডাইরেকশন বলেন অথবা হিমেশ রেশমিয়া, সাজিদ-ওয়াজিদের মিউজিক, বিজিএম বলেন অথবা সালমান, দিশা, রনদীপ হুদার অসাধারণ অভিনয় বলেন, সব দিকে এই মুভি সেরা। সালমান, রনদীপ তো এমনিতেই অসাধারন অভিনেতা কিন্তু এই মুভিতে দিশা পাটানি তার ক্যারিয়ারের বেস্ট পারফরমেন্স দিয়েছে। রিমেক

হলেও যেভাবে মুভির গল্প আর সংলাপ কে এক্সিকিউট করা হয়েছে তা সত্যিই অসাধারন। মুভির কিছু কিছু সিন আর এমন কিছু সংলাপ আছে যা দেখে আপনি ইমোশনাল হবেন আবার হয়তো কারো কারো চোখে পানিও চলে আসতে পারে। সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, বিজিএম স্কোর এক কথায় আউটস্টান্ডিং যা সত্যিই প্রশংসার দাবীদার।

➡️ পরিশেষে আমি এটাই বলবো আপনি যদি অসাধারন একটা মুভি দেখতে চান তাহলে চোখ, কান খোলা রেখে নির্ধিদ্বায় এই মুভিটা দেখতে বসে পড়ুন।

সময় এবং শ্রম কোনটাই নষ্ট হবেনা গ্যারান্টি দিচ্ছি…

Happy watching 🤗

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button