Poran 2022 Movie Review

Poran 2022 Movie Review: পরিচালনা করেছেন রায়হান রাফি। সঙ্গে সরুয়ার আবেদিন, হাসবি ইসলাম অর্পন, আতিকুর রহমান হিমেল, আরাফাত হোসেন। একটি পলাতক, ত্রিকোণ প্রেমের গল্পটি ফুটে ওঠে যখন একটি স্নাতক ছাত্রী অপ্রত্যাশিতভাবে স্থানীয় ঠগের প্রেমে পড়ে এবং পরবর্তীতে ক্যাম্পাসে একজন সহকর্মী ছাত্রের সাথে দেখা করে।

Poran | July 10, 2022 (Bangladesh) Summary:
Countries: BangladeshLanguages: Bengali

মুভি-ঃ পরাণ (২০২২)

জনরাঃ রোমান্টিক, থ্রিলার

পরিচালনাঃ রায়হান রাফি

শ্রেষ্ঠাংশেঃ শরিফুল রাজ, বিদ্যা সিনহা মীম, ইয়াশ রোহান, রোজি সিদ্দিকী প্রমুখ

Ratings: 7.5/10

⛔স্পয়লার

প্লটঃ বরগুণার রিফাত-মিন্নি-নয়ন বন্ডের চরিত্রগুলোকে উপজীব্য করে কিছুটা কাল্পনিক কিংবা কিছুটা বাস্তব উপস্থাপন হলো রায়হান রাফির “পরাণ”। রোমান্টিক থ্রিলার টাইপ এই মুভির প্রধান তিন চরিত্রে শরিফুল, মীম ও ইয়াশ দেখিয়েছেন অভিনয়ের মুন্সিয়ানা। শরিফুল রাজের প্রভাবকে কাজে লাগিয়ে মীমের উদ্দেশ্য হাসিল এবং পরবর্তীতে সহজ সরল সিফাত চরিত্রে অভিনয় করা ইয়াশকে প্রেমে ফেলা। প্রেম, প্রতিশোধ ও বিশ্বাসঘাতকতার অনন্য রূপায়ন হলো পরাণ।

পজিটিভ দিকঃ

১. শরিফুল রাজের অভিনয় সকলকে ছাড়িয়ে যাওয়া।

২. মীম, ইয়াশ, রোজী, নাসির, সেলিম প্রমুখ শক্তিমান অভিনেতাদের অনবদ্য অভিনয়।

৩. বিজিএম ও ব্যাকগ্রাউন্ড মিউজিক।

৪. গানের সিলেকশন ও দৃশ্যায়ন।

৫. পরিচালক কর্তৃক গল্পের যথাযথ অভিনয়।

৬. পুলিশ চরিত্রে নাসিরউদ্দীনের ডায়লগ ডেলিভারি।

নেগেটিভ দিকঃ

১. কয়েকটি চরিত্রের ওভারএক্টিং।

২. শেষ দৃশ্য উপস্থাপনে মুন্সিয়ানা না থাকা।

৩. রোজি ও জর্জের মত অভিনয় শিল্পীকে ব্যবহার করতে না পারা।

৪. শেষ ১৫-২০ মিনিট অতিরিক্ত দ্রুত গল্প বলা।

৫. একশন দৃশ্য তৃপ্তি পূরণ করতে না পারা।

পোড়ামন ২ খ্যাত ডিরেক্টর রায়হান রাফির নির্মাণে যথেষ্ট সুনাম ছিল, এই মুভি তার ক্যারিয়ারের অন্যতম মাইলফলক হয়ে থাকবে। পরিশেষে এন্টি হিরো হিসেবে রাজ ইন্ড্রাষ্ট্রির সম্পদ এবং মীম যেন দর্শকের পরিচিত মিন্নী চরিত্রের সফল রূপায়ন। সুগন্ধা হলের এক কর্মকর্তা বললেন পরাণের ও হাওয়ার প্রযোজক সংস্থা তাদের শেয়ার মানির প্রায় ২ কোটি প্লাস রিটার্ন পেয়েছেন হল গুলো থেকে। গত ৫ বছরে এই প্রথম ব্যাক টু ব্যাক মুভি নাকি হিট হলো এবং প্রথমবার অফ ডে ছাড়া অন্যদিনে এই মুভি দুটির জন্য নাইট শো চালাতে হয়েছে। সুদিন আসুক বাংলা সিনেমার।

Happy watching 🤗

Add Comment