Bengali

Parineeta 2019 Movie Review

Parineeta 2019 Movie Review: পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী। সঙ্গে শুভশ্রী গাঙ্গুলী, ঋত্বিক চক্রবর্তী, সামিউল আলম, মেহেদী হাসান আরিয়ান। একজন চিল্লাচিল্লি এবং হাসিখুশি কিশোরী, মেহুল, যার উচ্চ মাধ্যমিকের ফাইনাল দোরগোড়ায় যখন তার গৃহশিক্ষক কাম প্রতিবেশী বাবাই দা-এর প্রতি তার মোহ আরো বেড়ে যায়। তিনি একজন ব্যতিক্রমী ছাত্র এবং পাড়ার মণি। হোলির দিন বাবাই দা-র সঙ্গে খেলতে মেহুল রঙে সিঁদুর মেশায়। অজান্তেই, বাবাই দা তার মাথায় রঙ ঢেলে দেয় পবিত্র “সিন্দুর-দান” প্রথাকে নির্দেশ করে। কিন্তু, বিপর্যয় ঘটে যখন বাবাই দা অপ্রকাশিত পরিস্থিতিতে আত্মহত্যা করে যা মেহুলের বিশ্বকে একেবারে বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেয়। মেহুলের অব্যক্ত প্রেমের যাত্রা বাবাই দা’র ভাল অর্ধের বাঁধনে পরিণত হচ্ছে পরিনীতার গল্প।

Parineeta | September 6, 2019 (United States) Summary:
Countries: IndiaLanguages: Bengali

মুভি-ঃ ️পরিনীতা(২০১৯)

ধরন-ঃ রোমান্স, ক্রাইম, থ্রিলার

ডিরেক্টর-ঃ রাজ চক্রবর্তী

অভিনয়-ঃ শুভশ্রী গাঙ্গুলি, ঋত্বিক চক্রবর্তী, মেহেদী হাসান আরিয়ান

রানটাইম-ঃ ১ ঘন্টা ৫৫ মিনিট

আইএমডিবি-ঃ ৭.৩/১০

“আমাকে ভালোবাসলে কি এমন হতো বাবাইদা!!?💔

-আমাকে ভালোবাসলে তো!!

জীবনটা অন্য রকম হতো🙂

⛔লাইট স্পয়লার

ছবিতে মেহুল (শুভশ্রী)পাড়ার পাশের বাড়ির বাবাইয়ের(ঋত্বিক) প্রেমে পড়ে।আপাত এই প্রেমের চিত্রনাট্যের বাবাইদার প্রতি অনুভূতি থেকে কখনো বেরোতে পারেনি মেহুল।বলেও উঠতে পারেনি কেবল অভিমান দেখিয়ে গিয়েছে। বাবাইদার মেহুলের প্রতি স্নেহ, বয়ঃসন্ধির মেয়েটার কাছে অনুরাগ। বাবাইদার লেখা ডায়েরি কথাগুলোর সঙ্গে তার কল্পনা মেলেনি বলে সেই রাগ আকঁড়ে তিনটে মাস পার করলো মেয়েটা। একবারের জন্যও উওর কোলকাতার বাবাইদা, তার মা ও বাড়িটার বাইরে ছেলেটার জীবন সম্পর্কে জানা সম্ভব হয়নি।অবশ্য মেহুলের বয়সে পরিনত মানসিকতা আসা বাস্তবেও হয়।এই মান-অভিমানের জটের মধ্যেই আত্মহত্যা করে বসে বাবাই দা। কিন্তু কেন?

⛔ও বাড়িতে আমার একটা না হওয়া সংসার পড়ে আছে”।⛔

শুভশ্রী বরাবরই টলিউড কাঁপানো ভালো অভিনেত্রী।তবে এই মুভিতে তার অভিনীত প্রতিটি সীন দর্শকের মনে থাকবে আরো কিছু বছর।বাচ্চামি অথবা একজন পরিপক্ব নারীর ভূমিকায় বেশ সাড়া ফেলেছে মেয়েটা।

একতরফা ভালোবাসার মানুষকে আগলে বাঁচা ও তার অসমাপ্ত প্রতিশোধ একটা মেয়েকে কতটা জেদি করে তুলতে পারে তার জ্বলন্ত উদাহরণ পরিনীতা মুভিতে শুভশ্রীর অভিনয়।

হয়তো এটা মুভি তাই শুভশ্রী পেরেছিলো প্রতিশোধ নিতে কিন্তু আমাদের আশেপাশে অনেক পরিনীতা রয়েছে যারা না হওয়া সংসারের জন্য আফসোস করে যায়।

সৃষ্টিকর্তা কেন যে, এত বিচ্ছেদ উপহার দেয় মানুষকে নাহলে সত্যি সত্যি হয়তো সুন্দর সংসার হতো কিছু মানুষের।

সংসার জীবনের সবচেয়ে বড় রঙ্গমঞ্চ।

পরিনীতা

একটু অন্যরকম ট্রিটমেন্টে ছবিটি তৈরি করেছেন পরিচালক রাজ চক্রবর্তী।শুভশ্রী কে মেহুল চরিত্রে বেশ ভালো মানিয়েছে সাথে বাবাইদা চরিত্রে ঋত্বিক কেও।সব কিছু মিলিয়ে অসাধারণ একটা মুভি বারবার দেখলেও বিরক্তি আসবে না❤️

Happy watching ❤️

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button