Drama

Oxygen 2021 Movie Review

Oxygen 2021 Movie Plot

Oxygen 2021 Movie Review: পরিচালনা করেছেন আলেকজান্ডার আজা। মেলানি লরেন্ট, ম্যাথিউ অ্যামালরিক, মালিক জিদি, লরা বুজেনাহের সাথে। একজন মহিলা একটি ক্রায়োজেনিক চেম্বারে জেগে উঠেছেন এবং তিনি কীভাবে সেখানে পৌঁছেছিলেন তার কোনও মনে নেই৷ যেহেতু তার অক্সিজেন ফুরিয়ে যাচ্ছে, তার দুঃস্বপ্ন থেকে বেরিয়ে আসার জন্য তাকে তার স্মৃতি পুনর্নির্মাণ করতে হবে।

মুভি-ঃ Oxygen (2021)

ধরন-ঃ ড্রামা, ফ্যান্টাসি, সাই-ফাই

পরিচালক-ঃ আলেকজান্দ্র আজা

অভিনয়-ঃ মেলানি লরেন্ট, ম্যাথিউ আমালরিক, মালিক জিদি

রানটাইম-ঃ ১ ঘন্টা ৪০ মিনিট | ব্যাক্তিগত রেটিং ৮/১০

একজন মহিলা জ্ঞান ফিরার পর দেখলো তার চারপাশ জুড়ে বিভিন্ন ইলেকট্রনিক সিস্টেম। তার সারা শরীরে বিভিন্ন তার কানেক্ট করা এবং একটি ইলেকট্রনিক ভয়েস সিস্টেম তাকে বলছে ” আর ৩৫% অক্সিজেন বেচে আছে যেটা দিয়ে সে আর মাত্র ৭২ মিনিট বেচে থাকবে “। অথচ মহিলাটি জানেও না সে কোথায় আছে এবং সে কে?

প্রথম কথা হচ্ছে এই মুভি সবার জন্য না। এই মুভির গল্প সবাই কানেক্ট করতে পারবে না। আমার নিজের কাছেও বিরক্ত লেগেছিল কিন্তু অভ্যাস একটা মুভি ডিটেলিং এ দেখার আর সেটা দেখতে গিয়েই যখন টুইস্ট গুলো আসলো জাস্ট হা হয়ে রয়েছি। মনে পড়ে গেছে ” Inception ” ” Gravity ” এর কথা।

সারভাইভাল মুভি তবে এ এক অন্য লেভেলের সারভাইভাল মুভি। শুধুমাত্র একজন মহিলাই মুভির ১০১ মিনিটের মধ্যে ৯৫ মিনিট স্ক্রিনে ছিল। যারা ব্রেনে চাপ কম দিতে চান কিংবা ব্রেন একটু দেরিতে চলে তারা এই মুভি এভোয়েড করুন। আর যারা দারুণ এবং ইউনিক কিছু দেখতে চান তারা পুরো দুনিয়া ভুলে মুভিতে মনযোগ ঢেলে দেন।

বাংলা সাবটাইটেল রয়েছে সেটা দিয়েও দেখতে পারেন। একটা কথাই বলতে চাই,ইউনিক কিছু দেখতে চাইলে ” Oxygen ” দেখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button