Naane Varuven 2022 Movie Review

Naane Varuven 2022 Movie Plot

Naane Varuven 2022 Movie Review: কে সেলভারাঘবন পরিচালিত। ধানুশ, প্রভু, ইন্ধুজা রবিচন্দ্রন, এলি আভ্রামের সঙ্গে। প্রভু একজন গড় শহরতলির মানুষ যার কাছে তার পরিবারই সবকিছু। তার জীবন ওলটপালট হয়ে যায় যখন তার মেয়ে সত্যা একটি ছোট ছেলের ভূতের দ্বারা আবিষ্ট হয়।

Naane Varuven | September 29, 2022 (India) Summary:
Countries: IndiaLanguages: Tamil

মুভি-ঃ Naane Varuven (2022)

ধরন-ঃ অ্যাকশন, থ্রিলার

পরিচালক-ঃ কে.সেলভারাঘবন

অভিনয়-ঃ ধানুশ, প্রভু, ইন্ধুজা রবিচন্দ্রন, এলি আভ্রাম, যোগী বাবু

রানটাইম-ঃ ২ ঘন্টা ২ মিনিট |

হরোর, সাইকোলজি থ্রিলার এবং একজন পিতা তার মেয়ের প্রতি ভালোবাসা নিয়েই এই মুভিটি। একজন পিতা তার মেয়েকে কতটা ভালোবাসে! যে কিনা তার মেয়েকে বাছানর জন্য সব কিছুই করতে প্রস্তুত।এই জিনিসটাই মুলত আমার কাছে খুব ভালো লেগেছে। তাছাড়া একজন সাইকোর তার পারিবারের প্রতি ভালোবাসা ছিলো পুরাই সাইকোর মতই🥴

✖️ হাল্কা স্পয়লার✖️

প্লট-ঃ

এক পরিবারের তিন সদস্য পিতা-মাতা ও তাদের কন্যা সন্তান। কাহিনি শুরু যখন মেয়ের বয়স ১২ বছর তারা ঘুরতে যায় কোন এক নদীর ধারে।

সেখানে তাদের মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পরে, তার পরথেকেই তাদের মেয়ে কেমন জানি আচরণ করতে থাকে, তার বাবা একদিন লক্ষ করে তার মেয়ের মধ্যে কিছু একটা অদ্ভুত ঘটনা ঘটছে যা সম্পুর্ন ভূতুড়ে।

মেয়ে গভীর রাতে একা ঘুমের মধ্যে কথা বলে, হাঁটাচলা করে। সুতরাং আর বুঝতে বাকি রইলো না যে মেয়ের মধ্যে ভুতুড়ে কিছু ভর করেছে। বাবা তার মেয়ের থেকে সব কিছু জানার চেষ্টা করে কিন্তু তা কিছুতেই সম্ভব হয়ে উঠে না।একদিন সব জানতে পারি তারপর থেকে শুরু হয় সব থ্রিলার আর সাসপেন্সের খেলা।

তার মেয়ের কি হয়েছিলো এবং সে কার সাথে কথা বলছিলো তা জানতে মুভিটি দেখতে পারেন।

happy watching ❤️

Add Comment