
Kurup 2021 Movie plot
Kurup 2021 Movie Review: শ্রীনাথ রাজেন্দ্রন পরিচালিত। দুলকার সালমান, ইন্দ্রজিৎ সুকুমারন, শোভিতা ধুলিপালা, শাইন টম চাকোর সঙ্গে। কুরুপ একজন অপরাধী যিনি জীবন বীমা জালিয়াতির জন্য কাউকে হত্যা করার পর পুলিশের কাছ থেকে পলাতক।
মুভি-ঃ Kurup (2021)
ধরন-ঃ ক্রাইম, থ্রিলার, বায়োগ্রাফি
অভিনয়-ঃ দুলকার সালমান,টভিনো থমাস,অনুপমা,ইন্দ্রজিৎ, সবিতা, সানি
রানটাইম-ঃ ২ ঘন্টা ২০ মিনিট| আইএমডিবি-ঃ ৭.৩/১০
গোপীকৃষ্ণ নাকি সুধাকর কুরুপ নাকি আলেকজান্ডার কে সে!
[ নো_স্পয়লার ]আমিই মনে হয় প্রথম যে ২০২২ সালে এসে Kurup সিনেমার রিভিউ দিচ্ছি। মুভিতে গ্যাংস্টার থ্রিলার মুভির মতো একটু পরপরই ফাইট সিন নাই। এবং সবচেয়ে বড় কথা এইটা বায়োগ্রাফিকাল সিনেমা।কিন্তু পুরো মুভিটা দেখার পর আমার মুখ থেকে জাস্ট একটা কথাই বের হয়েছে “দুর্দান্ত”
মুভির শুরুতে কুরুপ চরিত্রটি বিল্ড আপ হতে কিছুটা সময় নিয়েছে।
মুভি লাভারসদের এখন মুভির মৌসুম চলছে। কোনটা রেখে কোনটা দেখবে তার ঠিক ঠিকানা নেই। সবাই প্রায় “”কুরুপ” দেখে ফেলছে। তাদের সাথে আমিও যোগ দিলাম। একজন কুখ্যাত আসামি কে নিয়ে এই মুভি। পরিচালনা করেছেন শ্রীনাথ রাজেন্দ্রন।
ইন্ডিয়ান মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। যাকে কিনা ৩৭ বছর ধরে খুঁজেও কোথাও পাওয়া যাচ্ছে না। অপরাধী তো একদিনে হয়ে উঠেনি কিংবা ৩৭ বছর ধরে কিভাবে আত্মগোপন করে রাখছে! সব কিছু দেখানো হয়েছে মুভির ভিতরে। প্রথমে গল্প শুরু হওয়ার পর সাধারণ গল্প মনে হয়েছে কিন্তু ধীরে ধীরে তা জমে ক্ষীর। আর ধামাকা দিয়ে শেষ। খুবই ভালো লেগেছে।
দুলকার সালমান। ওহ! কি অভিনয়। মালায়ালাম সুপারস্টার তার অভিনয়ের কারিশমা দেখিয়ে দিয়েছে। কোন জায়গায় তিনি ছিলেন না! শুরু থেকে শেষ পর্যন্ত একের পর এক লুক। অসাধারণ ছিল সবকিছু মিলে। শোভিত ধুলিপালা ভালো ছিল। পুলিশ অফিসারের চরিত্রে ইন্দ্রজিৎ সুকুমারান ভালো করেছে। অতিথি চরিত্রে অনুপমাও ভালো ছিল।
শুরুতে একটু স্লোতে গল্পে কানেক্ট করেছে কিন্তু তারপর একটুও নড়েচড়ে বসার সুযোগ দেয়নি। আর শেষ ৪০ মিনিট আগুন ধরে দিয়েছে। সিনেমাটোগ্রাফি ভালো ছিল। বিজিএম খুব ভালো লেগেছে। এখনো গোজবাম্প হচ্ছে। অপেক্ষায় থাকলাম ২য় পার্টের। যারা দেখেন নাই দ্রুত দেখে ফেলুন।