
Krishna Vrinda Vihari 2022 Movie Plot
Krishna Vrinda Vihari 2022 Movie Review: পরিচালনা করেছেন অনিশ কৃষ্ণ। সঙ্গে ইমাম হোসেন সাজু, সত্য আক্কালা, ব্রহ্মাজি, হিতেশ গোয়ালানি। কৃষ্ণ বৃন্দা বিহারী হল একটি রোমান্টিক পারিবারিক বিনোদনকারী একটি গোঁড়া পরিবারের একজন পুরুষ যে একটি মেয়ের প্রেমে পড়ে এবং তার বাবা-মাকে তাকে বিয়ে করার জন্য রাজি করার প্রচেষ্টা।
মুভি-ঃ Krishna Vrinda Vihari (2022)
ধরন-ঃ কমেডি, ড্রামা, রোমান্স
অভিনয়-ঃ রাহুল রামকৃষ্ণ, রাধিকা শরৎকুমার, শার্লি সেটিয়া, নাগা শৌর্য,
রানটাইম-ঃ ২ ঘন্টা ১৯ মিনিট | আইএমডিবি-ঃ ৭.৩/১০
.
কৃষ্না মধ্যবিত্ত পরিবারের ছেলে। পরিবারের তাড়নায় শহরে চাকরি করতে আসে। চাকরীর প্রথম দিনই অফিসে তার টিমলিডার বৃন্দার প্রেমে পড়ে যায়। আর কারণবশত বৃন্দাও কৃষ্ণার প্রেমে পড়ে যায়। একদিন কৃষ্ণা বৃন্দাকে প্রপোজ করে বসে। বৃন্দাও হ্যাঁ করে দেয় তবে সে তাকে বিয়ে করতে রাজী না। কিন্তু
কেন হোয়াই! এমনই সাদামাটা তেলুগু মুভির কাহিনী।
.
দিন দিন তেলুগু ইন্ড্রাস্ট্রি কানাঘোষায় পড়ে যাচ্ছে। কেমন জানি ত্যক্ত হয়ে উঠছি। বলতে গেলে, কিছুটা বলিউড ইন্ড্রস্ট্রির অবস্থায় পড়ে যাচ্ছে কিন্তু এই মুভির কাহিনী কমন হলেও ডিরেক্টর মুভির মূল বিষয়টাকে অন্যভাবে ফুটিয়ে তোলার চেষ্টার করেছে। যেটা ভালো লাগার মতো। আর পুরো মুভি জুড়ে শুধু কমেডি। সাউথ ইন্ডিয়ান প্রায় সব কমেডিয়ানের দেখা পাবেন মুভিতে। সত্যি বলতে অনেকদিন পর মুভি দেখে এত হেসেছি। আর কমেডির দিকে কেউই ওভারএক্টিং করেনি। যেটা ভালো লাগার কাতারে পড়ে। মুভি বিজিএম নিয়ে বলতে গেলে, বিজিএম একদমই খাপেখাপ যায়নি। সিরিয়াস টাইমেও কমেডি টাইপের বিজিএম দিয়ে রেখেছে। যা তেমন একটা ভালো লাগেনি। অবশ্য ভালো একটা বিজিএম দিলে আরো বেশী উপভোগ করতে পারতাম। অভিনয় দিয়ে, নাগা সুরিয়ার অভিনয় বরাবরের মতোই ভালো লেগেছে, অশ্বত্থামা বা ভারুদু কাভালেনুর মতোই পারফর্ম করেছে। অন্যদিকে বৃন্দা চরিত্রের শীর্লে শেটিয়েও বেশ ভালো করেছে। যদিও কিছু জায়গায় ঢিলে লেগেছে তবে চোখে পড়ার মতো না। তার প্রথম এই কোন মুভি দেখেছি। অভিনয় যেনত্যান হোক তবে লুক গুলো ছিল মারাত্মক। সারাটা সময় স্কীনে বাঁধিয়ে রেখেছে। পরে গুগল ঘেঁটে জানতে পারি যে সে নিউজিল্যান্ডের সিঙ্গারও বটে। যাইহোক, মুভিটা যথেষ্ট ভালো লেগেছে। মন খারাপ থাকলে দেখতে পারেন, কমেডিগুলোর মাধ্যমে সময়টা ভালো কাটবে। সবমিলিয়ে ওয়ানটাইম ওয়াচেবল।
.
ধন্যবাদ।