MalayalamDramaFantasy

Koode 2018 Movie Review

Koode 2018 Movie Plot: পরিচালনা করেছেন অঞ্জলি মেনন। সঙ্গে পৃথ্বীরাজ সুকুমারন, রোশন ম্যাথিউ, অতুল কুলকার্নি, পার্বতী থিরুভোথু। গল্পটি নীলগিরির পাহাড়ের পটভূমিতে তৈরি যেখানে দুই ভাইবোন, জোশুয়া এবং জেনি, যারা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন। একসাথে, তারা পাহাড়ের নির্মলতা এবং শান্ততায় বাস করে।

Koode | July 14, 2018 (United States) Summary:
Countries: IndiaLanguages: Malayalam

মুভি-ঃ Koode (2018)

ধরন-ঃ ফ্যান্টাসি, ড্রামা

পরিচালক-ঃ অঞ্জলি মেনন

অভিনয়-ঃ পৃথ্বীরাজ সুকুমারন, রোশন ম্যাথিউ, পার্বতী থিরুভোথু, নাজরিয়া নাজিম, দর্শনা রাজেন্দ্রন

রানটাইম-ঃ ২ ঘন্টা ৩৫ মিনিট| আইএমডিবি-ঃ ৭.৭/১০

নো স্পয়লার ✅

আড়াই ঘন্টার এই মুভির রেশ পরের সাতদিনেও কাটবে কী না জানি না।

যবে থেকে মালায়ালাম মুভি দেখা শুরু করেছি, তবে থেকেই আমি মালায়ালাম সিনেমার প্রেমে পড়ে গেছি। দিন দিন যেনো এই প্রেম টা ক্রমশ বেড়েই চলেছে।

Koode এমনই একটা সিনেমা, যেটার সমাপ্তি ঠিকই হবে কিন্তু এর রেশ সহজে কাটিয়ে উঠতে পারবেন না আপনি।

সিনেমা’টি আপনাকে মাঝে মাঝেই কাঁদাবে আবার মাঝে মাঝে ভাবাবে।

যারা বাংলা সাবটাইটেল দিয়ে মুভি দেখেন, বা অভ্যস্ত-তাদের জন্য মাস্ট ওয়াচ মুভি। হিন্দি ডাবিং নেই। আর এই মুভি হিন্দি ডাব দেখে ইনজয় করতে পারবেন না, যে ব্রেকগ্রাউন্ড মিউজিক আর গান আছে মুভিতে তা আপনি ডাবিং দিয়ে কখনোই ইনজয় করতে পারবেন না।

সবশেষে একটা কথাই বলবো এই মাস্টার পিস মিস করবেন না। যারা মারামারি একশন মুভি পছন্দ করেন, এই মুভি তাদের জন্য না।💜

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button