
Kantara 2022 Movie Plot
Kantara 2022 Movie Review: পরিচালনা করেছেন ঋষভ শেঠি। সঙ্গে ঋষভ শেঠি, সপ্তমী গৌড়া, কিশোর কুমার জি, অচ্যুত কুমার। এতে কাম্বলা এবং ভুথা কোলা সংস্কৃতি জড়িত। একটি মানব এবং প্রকৃতির দ্বন্দ্ব যেখানে শিব একজন বিদ্রোহী যিনি তার গ্রাম এবং প্রকৃতিকে রক্ষা করেন। একটি মৃত্যু গ্রামবাসী এবং অশুভ শক্তির মধ্যে যুদ্ধের দিকে নিয়ে যায়। সে কি গ্রামে শান্তি ফিরে পাবে?
মুভি-ঃ Kantara (2022)
ধরন-ঃ অ্যাকশন, অ্যাডভেঞ্জার, ড্রামা
পরিচালক-ঃ ঋষভ শেঠি
অভিনয়-ঃ ঋষভ শেঠি, সপ্তমী গৌড়া, কিশোর কুমার, অচ্যুত কুমার, প্রমোদ শেঠি
রানটাইম-ঃ ২ ঘন্টা ২৮ মিনিট | আইএমডিবি-ঃ ৯.১/১০
১৯৪৭ সালের কাহিনী যেখানে একজন রাজার ধন-সম্পত্তি পরিবারের সকলের ভালোবাসে সবকিছুই ছিল কিন্তু জীবনে ঘাটতি ছিল মানসিক শান্তির আর মানসিক শান্তি পাওয়ার উদ্দেশ্য রাজা একদিন জঙ্গলে ঘুরতে বের হয়। পথ চলতে চলতে রাজা হঠাৎ এক অলৌকিক পাথরের দেখা পায়। যা তাকে শান্তি দিতে পারে কিন্তু জঙ্গলের মানুষজন রাজাকে সেই পাথরটা নিতে নিষেধ করে। তখন এক পর্যায়ে জঙ্গলের দেবতা জঙ্গলবাসীদের একজনের উপর বশ করে আর একটা শর্তে পাথরটা দিতে রাজী হয়। শর্তটা ছিল এই যে, রাজা পাথর নিয়ে যেতে পারবে বদলে তাদের দেবতা জোরে একটা চিৎকার দিবে এবং চিৎকারের আওয়াজ যতদ্ূর যাবে ততদূর পর্যন্ত জমিন জঙ্গলবাসীদের দিয়ে দিতে হবে। রাজা এতে রাজী হয়। তখন দেবতা জোরে একটা চিৎকার দেয় আর রাজা ওই অলৌকিক পাথরের বদলে জঙ্গলবাসীদের ততদূর পর্যন্ত জমিন দিয়ে দেন……
.
রিশাভ সেট্টি ইজ ব্রিলিয়ান্ট! নিখুঁত স্টোরি,ডিরেকশন, অভিনয় সব দিকে অসাধারণ। প্রতিটি চিত্র খুব যত্ন করে ধারণ করেছে। মুভির স্কীনপ্লে, ক্যামেরা ওয়ার্ক, লোকেশান, সব সেরা ছিল। প্রতিটি ক্যারেক্টর ছিল ন্যাচারাল সাথে গল্পও ছিল একদম ইউনিক ধাঁচের।লাস্ট ১৫-২০ মিনিট অন্যভাবে সুন্দর করেছে। একটি নিখঁত কালচারাল মুভি। ভালো মুভি বানাইতে যে বেশি বাজেট লাগেনা সেটা এই মুভি প্রমাণ।
মুভিটা অসম্ভব সুন্দর লেগেছে।যাদের জাল্লিকাট্টু বা চুরুলি টাইপ মুভি ভালো লাগে তাদের জন্য মাস্টওয়াচ অবশ্যই।