MalayalamCrime

John Luther 2022 Movie Review

John Luther 2022 Movie Plot

John Luther 2022 Movie Review: পরিচালনা করেছেন অভিজিৎ জোসেফ। সঙ্গে জয়সূর্য, দীপক পরম্বোল, সিদ্দিক, কুমারভেল। প্রকাশন নামে একজন শিক্ষকের নিখোঁজ মামলাটি থানায় রিপোর্ট করা হয়েছে যেখানে জন লুথার একজন সিআই হিসাবে কাজ করেন। তদন্তের অগ্রগতির সাথে সাথে, জন অন্য একটি মামলার তদন্ত করার সময় সংঘর্ষে একটি দুর্ঘটনার সম্মুখীন হন।

মুভি-ঃ John Luther (2022)

ধরন-ঃ ক্রাইম, থ্রিলার,মিস্ট্রি

পরিচালক-ঃ অভিজিৎ জোসেফ

অভিনয়-ঃ জয়সূর্য, দীপক পরম্বোল, সেন্থিল কৃষ্ণ, অথমেয়া রাজন, দৃষ্টি রঘুনাথ

রানটাইম-ঃ ২ ঘন্টা ১৫ মিনিট | আইএমডিবি-ঃ ৭.৩/১০

নো স্পয়লার ✅

কাজের প্রতি প্রচন্ড মনযোগী জন লুথারের কাছে একদিন একটি এক্সিডেন্টের কেস আসে, স্পট থেকে একজন মিসিং ৷ সিসি টিভি ক্যামেরা দেখে কেস টাকে সিম্পল এক্সিডেন্ট মনে হলেও এরপরেই একে একে আরো দুজন নিখোঁজ হয় ৷ খুনি কেনোই বা এসব করছে জানতে হলে দেখে নিতে পারেন মুভিটা ৷

.

এক কথায় ভালো মানের একটা থ্রীলার মুভি ৷ খুব বেশি এক্সপেক্টেশন রাখলে হতাশ হতে পারেন ৷ শুরুর দিকে ইনভেস্টিগেশন পার্টটা একটু বোরিং ছিলো, ফ্যামিলি পোর্শনটা আরেকটু বেশি রাখলে ভালো হতো ৷ সেকেন্ড হাফে বেশ কড়া একটা টুইস্ট আছে ৷ মুভিতে পুলিশকে কিছুটা দুর্বল বা বলতে পারেন রিয়েলিস্টিক ভাবে দেখানো হয়েছে ৷ খুনি বা ভিলেন পুলিশের উপর বেশ ভালোই ডমিনেট করেছে ৷ মুভির ডিরেকশন, বিজিএম, এক্টিং একটা ভালো থ্রীলার মুভিতে যেমন হওয়া দরকার সেরকমই ৷ থ্রীলার প্রেমি হলে দেখে নিতে পারেন ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button