Jersey 2019 Movie Review

Jersey 2019 Movie Review

Jersey 2019 Movie Plot

Jersey 2019 Movie Review: পরিচালনা করেছেন গৌতম তিন্নানুরি। সঙ্গে ননী, শ্রদ্ধা শ্রীনাথ, সত্যরাজ, রনিত কামরা। একজন ব্যর্থ ক্রিকেটার তার 30-এর দশকের শেষের দিকে তার ক্রিকেট ক্যারিয়ার পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেয় যদিও সবাই তার সক্ষমতা নিয়ে সন্দিহান ছিল।

[imdb style=”transparent”]tt5301942[/imdb]

মুভি: JERSEY (2019)

ধরন-ঃ স্পোর্টস, ড্রামা

পরিচালক-ঃ গৌতম তিন্নানুরি

অভিনয়-ঃ ননী, শ্রদ্ধা শ্রীনাথ, সত্যরাজ

রানটাইম-ঃ ২ ঘন্টা ৩৭ মিনিট | আইএমডিবি-ঃ ৮.৫/১০

স্পয়লার_এলার্ট ⛔🙂

গল্পটি ক্রিকেট নিয়ে তবুও এর মাঝে আছে ব্যার্থতা, সফলতা, অভাব, ভালোবাসা আর বাবা-ছেলের সম্পর্কের এক অন্যরকম প্রতিফলন। মুভির শুরুতে দেখা যায় বেকার ন্যনি ঘরে বসে থাকে। ন্যনির দিন কাটে ছেলেকে স্কুল থেকে অনা নেওয়া করে এবং বন্ধুদের সাথে আড্ডা দেয়। আর এইদিকে ন্যনির স্ত্রি হোটেল রিসিপসনে কাজ করে সংসার খরচ চালাতে হিমশিম খাচ্ছে। এমন সময় ন্যনির ছেলে বার্ডে গিফট চেয়ে বসে একটা জার্সি……..!

অনেক কিছু শেখার আছে এই মুভি থেকে। ৫০০ টাকার জন্য নিজের ঘরে লোকের কাছে থেকে চোর আপবাদ শুনতে হয় কারণ ছেলেকে জন্মদিনে জার্সি কিনে দিবে। পুরো মুভির কাহিনীটা এই জার্সি নিয়েই।

বয়স কোন বিষয় একটি সংখ্যা মাত্র। কঠোর পরিশ্রম ও ইচ্ছা শক্তির জোরে যে কোন বাঁধা জয় করা সম্ভব। যতই অবহেলিত হোক না কেন, ধৈর্যে ধরে থাকলে একদিন সফলতা আসবেই আসবে। বারবার হেরে যাওয়া মানুষটিও একসময় জিতে যায়। শধুমাত্র সন্তানের খুশির জন্য মা বাবা প্রয়োজনে জীবনও দিতে পারে।

বারাবরের মতো ন্যনি তার সর্বচ্চো পারফরমেন্স দিয়েছে ন্যনির সুপার হিট মুভি গুলোর মধ্য জার্সি অন্যতম। এবং শ্রদ্ধার অভিনয় ও ভালো ছিলো। কোচ এর অভিনয় ও আমার কাছে ভালো লাগছে। আর মুভিটে সব থেকে বেস্ট ক্যারেক্টার ছিলো পিচ্চি টা। এতো ছোট বয়সে এতো ভালো এক্টিং ইমোশনাল সিনগুলো তে চোখ ভিঁজিয়ে দিবে। ট্রেনের সিনটা অসম্ভব ছিলো।

ভালোবাসার আরেক নাম জার্সি মুভি। পুরো সময় স্কিনে আটকে রাখবে বোরিং হওয়ার চান্স নাই। অন্যতম মোটিভেশনাল মুভি। আপনি যদি স্পোর্টস ভালোবাসেন আর এই মুভি না দেখেন তাহলে তাড়িতাড়ি দেখে ফেলুন মাস্টওয়াচ মুভি।।

হ্যাপিওয়াচিং 🥰

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *