House of the Dragon 2022 Review

রায়ান জে. কনডাল, জর্জ আরআর মার্টিন দ্বারা তৈরি। Rhys Ifans, Matt Smith, Fabien Frankel, Graham McTavish এর সাথে। ডেনেরিস টারগারিয়েনের জন্মের 172 বছর আগে তার ক্ষমতার উচ্চতায় হাউস টারগারিয়েনের মধ্যে একটি অভ্যন্তরীণ উত্তরাধিকার যুদ্ধ।
– House Of The Dragon
Season 01,
১৮+ সতর্কতা অবলম্বন করুন।
এত দিন সম্পুর্ন এইচডি কোয়ালিটি ও সব গুলো এপিসোডের জন্য অপেক্ষা করছিলাম অবশেষে আশা পূরণ হলো।
স্পয়লার এলার্ট
আমাদের বর্তমান কাজের প্রভাব আমাদের ভবিষ্যতের উপর পড়ে, ঠিক তেমনটাই ঘটতে যাচ্ছে হাউস অব দ্যা ড্রাগনের ক্ষেত্রে। প্রথম সিজনের এই সকল ঘটনার এফেক্ট পড়বে নেক্সট সিজনগুলোতে, যেমন কিং ভিসেরিসের ছোট ছোট ভুল সিদ্ধান্তগুলোর জন্যই ওর বংশের পতন ঘটবে।
লেডি এলিসেন্টের ক্যারেক্টার গ্রো করা শুরু করেছে, এখন থেকে ওর নিজেরই সব ডিসিশন নিতে হবে।
হ্যান্ড ওব দ্যা কিং হিসেবে ‘ল্যিওনেল স্ট্রং’ পারফেক্ট ডিসিশন ছিলো কিন্ত ক্ষমতা পাওয়ার পর সে কতটুকু সৎ থাকবে তা দেখার বিষয়।
আগামী এপিসোডে রেনিইরা এবং এলিসেন্টের চরিত্রে নতুন মুখ আসবে সেই সাথে পরিবর্তন হবে লিয়ানা এবং লেনর ভ্যালারিওন ও।
প্রথম সিজন শুধুমাত্র কাহিনির সূত্রপাত ঘটাতে ঘটাতেই শেষ হয়ে যাবে মনে হচ্ছে।