BengaliDrama

Dracula Sir 2020 Movie Review

Dracula Sir 2020 Movie Plot

Dracula Sir 2020 Movie Review: পরিচালনা দেবলয় ভট্টাচার্য। সঙ্গে অনির্বাণ ভট্টাচার্য, মিমি চক্রবর্তী, সুপ্রিয় দত্ত, বিদীপ্তা চক্রবর্তী। একটি ছোট শহরের স্কুলের শিক্ষিকা যার প্রসারিত ক্যানাইন দাঁত দেখা যায় যে তার কিংবদন্তি কাউন্ট ড্রাকুলার সাথে অসাধারণ মিল রয়েছে।

Dracula Sir | October 21, 2020 (India) Summary:
Countries: IndiaLanguages: Bengali

মুভিঃ ড্রাকুলা স্যার। (কলকাতা বাংলা ২০২০)

জনরাঃ ড্রামা/থ্রিলার।

Imdb rating : 7.2/10

Pp rating: 8.0/10

No spoiler

“ড্রাকুলা স্যার” আমার কাছে গরিবের “শাটার আইল্যান্ড”। আসলে তুলনা করছি না, লাস্ট সাসপেন্স টার জন্যই এমনটা বলা।কিন্তু আমি মনে করি বাংলা ইন্ডাস্ট্রিগুলাতে এমন মুভি পেলে কিছুটা বাড়িয়ে বলাতে দুষের কিছু নেই। এই মুভিটার জন্য পরিচালক দেবালয় ভট্টাচার্য বড়সড় একটা ধন্যবাদ ডিজার্ব করেন। সাইকোলজিক্যাল থ্রিলার নির্মানে তিনি বেশ মুন্সিয়ানাই দেখিয়েছেন। অনির্বাণ জাস্ট ফাটিয়ে দিয়েছেন। আমাল এবং রক্তিম উভয় চরিত্রে তার অভিনয় আউট অব দ্যা বক্স ছিল। তার অভিনয় গুনেই মুভি পুর্ণতা পেয়েছে। অন্যদিকে মিমিও এই মুভিতে যতেষ্ট ম্যাচিউরড অভিনয় করেছেন। বাকি সবাইও যারযার জায়গায় ঠিকটাক ছিল।
মুভির বিজিএম, সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং বাংলা মুভি হিসাবে জাস্ট অসাধারণ ছিল। এই মুভিতে অনির্বাণের এক্টিংয়ের পরে যা সব চেয়ে বেশি ভাল্লাগছে তা হল মুভির গান গুলা। প্রত্যেকটা গান আপনার হৃদয় ছোঁয়ে যাবে। একবার শুনলে বারবার শুনতে ইচ্ছা হবে। আর ডায়লগ গুলা মাইন্ডব্লোয়িং ছিল।
সবশেষে বলি, মুভির স্টোরি আহামরি না হলেও এর নির্মানশৈলী, সাসপেন্স, এক্টিং এবং গানের জন্য মুভিটাকে বাংলার মাস্টারপিসই বলা যায়।

(“পৃথিবীর শ্রেষ্ট প্রেমের চিটি গুলা রণাঙ্গন থেকেই লেখা, কোন এক ট্রেঞ্চে বসে, বারুদের গন্ধে”।
—মুভিতে মন্জুরিকে উদ্দেশ্য করে আমালের মুখে বলা ডায়লগটা মুভির সেরা ডায়লগ)

Happy watching.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button