TamilActionComedyCrime

Doctor 2021 Movie Review

Doctor 2021 Movie Plot

Doctor 2021 Movie Review: পরিচালনা করেছেন নেলসন দিলীপকুমার। সঙ্গে শিবকার্থিকেয়ন, বিনয় রাই, প্রিয়াঙ্কা অরুলমোহন, যোগী বাবু। যখন তার বাগদত্তার ভাতিজিকে অপহরণ করা হয়, তখন একজন স্থূল সেনা ডাক্তার এবং তার মটলি দল একটি উদ্ধার অভিযান শুরু করে যাতে তাদের বুদ্ধি এবং বুদ্ধি উভয়েরই প্রয়োজন হয়।

Doctor | October 9, 2021 (India) Summary:
Countries: IndiaLanguages: Tamil

মুভি-ঃ Doctor (2021)

ধরন-ঃ অ্যাকশন, কমেডি,ক্রাইম- থ্রিলার

পরিচালক-ঃ নেলসন দিলীপকুমার

অভিনয়-ঃ শিবকর্থিকেয়ন, বিনয় রাই, প্রিয়াঙ্কা অরুলমোহন, যোগী বাবু

রানটাইম-ঃ ২ ঘন্টা ২৮ মিনিট | আইএমডিবি-ঃ ৭.৪/১০

⛔স্পয়লার আছে

ডাক্তারদের হতে হয় রোবটদের মতো। আবেগ তাদের চরম শত্রু, তাদের কাছে আবেগের কোনো মূল্য নেই। একটা সার্জারী করার আগে তাদের মাথায় লাখ চিন্তা আসতে পারে তবে যখন শরীরে ব্লেড স্পর্শ করায় তখন আর দ্বিতীয়বার ভাবার কোনো সুযোগ থাকে না যে সার্জারী সফল হবে কিনা, তখন তাদের রোবটের মতো কাজ চালিয়ে যেতে হয়।

শিবাকার্তিকেয়ানের আমার দেখা বেস্ট একটা মুভি ৷ মুভিটার বেস্ট পার্ট হচ্ছে এর ট্রাজেডি সিচুয়েশন কে ডার্ক কমেডির সাথে প্রেজেন্টেশন, না সুরসুরি দেয়া কমেডি নয় সিচুয়েশনাল কমেডি ৷ সাথে নেলসনের ইউনিক ডিরেকশন এবং অনিরুধের মনে রাখার মতো মিউজিক সব কিছু মুভিটাকে স্পেশাল করে দিয়েছে অন্তত আমার কাছে ৷

মুভিটার কাস্টিং অসাধারণ, প্রত্যেকে ফাটিয়ে অভিনয় করেছে ৷ শিবা নরমালি কমেডি ক্যারেক্টার গুলো প্লে করে ৷ তবে এখানে গুরুগম্ভির ক্যারেক্টরেও ওকে পারফেক্ট লেগেছে ৷ এছাড়া ভিলেনের রোল যে প্লে করেছে উনিও বেশ ভালো প্রভাব ফেলতে পেরেছেন ৷ ডিরেক্টর নেলসন একবার বলেছিলেন উনি ব্রেকিং ব্যাড থেকে অনেক বেশি ইন্সপায়ার্ড, সেটার প্রতিফলন কিন্তু ডক্টর মুভিটাতে দেখা যায় ৷

খুবই সিম্পল একটা কনসেপ্টের দারুন ডার্ক কমেডি অ্যাকশন সিনেমা ‘ডক্টর’। মুভিতে শিবাকার্তিকেয়ান ও অন্যরা দারুণ অভিনয় করেছেন। বিশেষ করে যোগী বাবু। মুভির সেকেন্ড হাফে তার কমেডিগুলো মুভির প্রাণ ছিল। মুভির সবচেয়ে পজিটিভ দিক মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক। ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল টপনচ। ভারতের ‘গোয়ার’ কিছু সুন্দর সুন্দর দৃশ্য ছিল। সিনেমাটোগ্রাফিও বেশ ভালো ছিল। তবে ডিরেক্টর চাইলে এন্ডিংটা আরেকটু ভালো করতে পারতো। সবমিলিয়ে ভালোই লেগেছে তবে আরও ভালো হতে পারতো।

Happy watching 🥰

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button