BollywoodRomance

Dilwale Dulhania Le Jayenge 1995 Movie Review

Dilwale Dulhania Le Jayenge 1995 Movie Plot

Dilwale Dulhania Le Jayenge 1995 Review: পরিচালনা করেছেন আদিত্য চোপড়া। সঙ্গে শাহরুখ খান, কাজল, অমরিশ পুরি, ফরিদা জালাল। রাজ যখন ইউরোপে সিমরানের সাথে দেখা করে, এটি প্রথম দর্শনে প্রেম নয় কিন্তু সিমরান যখন একটি সাজানো বিয়ের জন্য ভারতে চলে যায়, তখন প্রেম তার উপস্থিতি অনুভব করে।

Dilwale Dulhania Le Jayenge | October 20, 1995 (India) Summary:
Countries: IndiaLanguages: Hindi, Urdu, Punjabi

𝗗𝗶𝗹𝘄𝗮𝗹𝗲 𝗗𝘂𝗹𝗵𝗮𝗻𝗶𝗮 𝗟𝗲 𝗝𝗮𝘆𝗲𝗻𝗴𝗲 (𝟭𝟵𝟵𝟱)

🔹মুভি – দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে (১৯৯৫)

🔹অভিনয় – শাহরুখ খান, কাজল, অমরেশ পুরি, অনুপম খের, আরো অনেকে ।

🔹পরিচালক – আদিত্যা চোপড়া

🔹মুক্তির তারিখ – ২০ অক্টোবর ১৯৯৫

🔹স্ক্রীন কাউন্ট – ১৮০ টি

🔹বাজেট – ৪ কোটি

🔹ওপেনিং ডে – ৫৫ লক্ষ

🔹ডমেস্টিক নেট – ৫৩.৩০ কোটি

🔹ডমেস্টিক ফুটফলস – ৪.৮০ কোটি

🔸ডমেস্টিক গ্রোস – ৮৬.৫০ কোটি

🔸ওভারসীস গ্রোস – $4.8 M

🔸ওয়ার্ল্ডওয়াইড গ্রোস – ১০৩.২০ কোটি

🔰মারাঠা মন্দির সহ ডমেস্টিক নেট – ৭৩ কোটি

🔰ফুটফলস : ৬ কোটি +

🔥 ALL TIME BLOCKBUSTER 🔥

————————- 𝟐𝟕 𝐘𝐞𝐚𝐫𝐬 𝐎𝐟 𝐂𝐮𝐥𝐭 𝐂𝐥𝐚𝐬𝐬𝐢𝐜 #𝐃𝐃𝐋𝐉

সিনেমাটা শাহরুখ খানকে “স্টার” শাহরুখ খান বানিয়েছিল, দেখতে দেখতে ২৭ বছর !

শাহরুখের দেওয়া হাত ছড়িয়ে থাকা সেই আইকনিক pose টা বিখ্যাত হয়ে গেছে এখন সারা পৃথিবীতে!

আজও কোনো ছেলে, ট্রেনে কোন মেয়েকে উঠতে সাহায্য করাতে হাত বাড়িয়ে দিলে, নিজেকে রাজ মনে করে।

দুই দশক ধরে মুম্বাইয়ের মারাঠা মন্দির হলে চলতেছে মুভিটি। বিয়ে হলে বর এবং স্ত্রী একসাথে প্রথম এই সিনেমাটা দেখা সেখানকার কিছু পরিবারের রীতি হয়ে গিয়েছে বলে শুনা যায়।

হ্যা এটার থেকে ভালো রোমেন্টিক মুভি বলিউডে রয়েছে শাহরুখ খান নিজেই করেছে । কিন্তু এর থেকে ভালো আইকনিক লাভ স্টোরি বলিউডে হাতেগোনা কয়েকটা হয়তো পাওয়া যাবে।

মুভির গানগুলো ইন্ডিয়ায় ৯০ দশকের কিছু ছেলে মেয়েদের কাছে একটা ইমোশন। এবং এই গানগুলো সকলেরই খুব প্রিয়।

ইংল্যান্ড এর Leicester Squere এ প্রথম বলিউড মুভি হিসেবে DDLJ এর মূর্তি বসানো হবে।

সবারই খুব পছন্দের মুভি এটা। আমারো খুব পছন্দের।

তবে এই মুভিটার পর শাহরুখকে দর্শক শুধু রোমেন্টিক হিরো হিসেবেই দেখতে চেয়েছে। এবং শাহরুখ দারুণ কিছু রোমেন্টিক মুভি উপহার দিয়েছেন ও আমাদেরকে৷ কিন্তু এই রোমেন্স এর মাঝখানে শাহরুখ কিছু অন্য জনরার মুভি করেছে এবং তার বেশিরভাগই ফ্লপ যেমন Swades.

স্বদেশ এর মত মুভি ফ্লপ ভাবা যায়।

এবং DDLJ এর পর থেকেই শুরু হয় ব্যাপারটা শাহরুখ রোমেন্স বাদ দিয়ে অন্য কিছু করতে গেলেই ফ্লপ।যেটার জন্য এই মুভিটার উপর আমার রাগ উঠে যায়।

তবে এটা মানতেই হবে এই মুভিটা অসাধারণ ছিল এবং এটার জন্যই শাহরুখ আজ একজন সুপারস্টার।

যাইহোক ভুল ক্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।

Happy watching🤗

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button