Diary 2022 Movie Review

Diary 2022 Movie Plot
Diary 2022 Movie Review: পরিচালনা করেছেন ইন্নাসি পান্ডিয়ান। সঙ্গে অরুলনিথি, নক্কালাইটস ধানম, কিশোর কুমার জি., জয়লক্ষ্মী। একজন সাব-ইন্সপেক্টর প্রশিক্ষণার্থী একটি অমীমাংসিত, 16 বছর বয়সী কেস ট্র্যাক করার জন্য যাত্রা শুরু করে৷ কিন্তু তিনি জানেন না যে ভাগ্য এবং নিয়তি তাকে একটি আনন্দদায়ক যাত্রায় নিয়ে যাবে।
Movie: Diary (2022)
Language: Tamil
Written &
Directed by: Innasi Pandiyan
Duration: 133 minutes
Casting: Arulnithi, Pavithra and others.
Cinematography: Aravvind Singh
Music: Ronn Ethan Yohaan
Imdb: 7.5/10
Personal: 8/10
স্পয়লার ফ্রী রিভিউ
তামিল ইন্ডাস্ট্রির আরো একটি ভালোমানের থ্রিলার৷ তেমন স্টারকাস্ট নাই বলেই আলোচনার বাইরে আন্ডাররেটেড হয়ে আছে ৷
গল্পঃ উটি থেকে কোয়াম্বাটোর যাবার পাহাড়ী রাস্তায় একটি হন্টেড স্থানে প্রায়ই গাড়ীর দুর্ঘটনা ঘটে ৷ সেখানে এক দম্পতির গাড়ি দুর্ঘটনা থেকেই মুভির শুরু ৷ ক্রেডিট সিনের পর গল্প চলে যায় ১৬ বছর পরে পুলিশ একাডেমীতে ৷ গল্পের নায়ক ভারদান তার পুলিশি প্রশিক্ষণ সমাপ্তির শেষে অ্যাসাইনমেন্ট হিসেবে ১৬ বছর পুরনো একটি কেস হাতে নেয় ৷ উটির হোটেলে এক দম্পতির খুন ও গহনা ডাকাতির কেসটি তদন্ত করতে করতে সে প্রায় ডেড এন্ডে চলে আসে ৷ তারই ব্যাচমেটের থেকে অন্য স্টেশনেও এমন ঘটনার একটি ক্লু পেয়ে সেখানে যেতে চায় সে ৷ তবে যাত্রা শুরুর আগেই তার গাড়িটি চুরি হয়ে যায় ৷ কেসসক্রান্ত ফাইল ও তার সার্ভিস রিভলবার ছিলো গাড়ীতেই ৷৷
উটি বাসস্ট্যান্ড থেকে রাতের শেষ বাসটি রওনা হয় ৫ জন যাত্রী নিয়ে ৷ এক বিধবা মহিলা, বয়স্ক মহিলা ও তিনজন ডাকাত যাত্রী৷ পথমধ্যে এক উকিল পরিবার, ছাত্রী, ৬ জন আদিবাসী, দুই যুবক, বাড়ি থেকে পালানো প্রেমিক যুগলও উঠে পড়েন গাড়ীতে ৷ তারপরই বাসে ঘটতে থাকে নানা অদ্ভুত ঘটনা ৷৷ গাড়িচোরের পিছু নিতে নিতে এস আই ভারদানও হয়ে যান সে রহস্যময় বাসের যাত্রী৷
কেনই বা এই বাসে এমন অদ্ভুত ঘটনা ঘটছে, নিয়তি কেনো ভারদানকে নিয়ে এসেছে এ বাসে, সে কি পারবে তার কেসের সমাধান করতে, আর কেনইবা এ সিনেমার নাম ডায়রী??
এসকল প্রশ্নের উত্তর জানতে দেখতে হবে সিনেমাটা ৷
ইউনিক প্লট, চমৎকার পরিচালনা, দুর্দান্ত স্ক্রীনপ্লে ও গায়ে কাটা দেয়া বিজিএমের এক নিখুঁত সম্মেলন এ সিনেমা৷ টুইস্টগুলো ভালো ছিলো, পরিমিত কমেডি ও আকস্মিক জাম্পস্কেয়ারগুলো অনবদ্য ছিলো৷ খুব কম বাজেট হলেও যত্ন নিয়ে বানানো হয়েছে বোঝা যায়৷ পুরোসময় জুড়েই গল্প এনগেজিং ছিলো, বোর হবার চান্স কম৷ তামিলের পাশাপাশি হিন্দী ডাবিং ও এভেলবেল৷
রাতের শেষ বাসে চড়ে আমিও আপনাদের জন্য এ রিভিউ লিখলাম, তাই সকলের দোয়াপ্রার্থী ৷৷