BengaliDramaHorror

Debi 2018 Movie Review

Debi 2018 Movie Review: পরিচালনা করেছেন অনম বিশ্বাস। সঙ্গে চঞ্চল চৌধুরী, জয়া আহসান, তাহসিন আরাফাত, শবনম ফারিয়া। রানু (জয়া আহসান) এবং তার অলৌকিক ক্ষমতার জীবন অনুসরণ করে একটি গল্প। সে তার সব প্রশ্নের উত্তর খুঁজতে সাইকিয়াট্রিস্ট মিসির আলীর (চঞ্চল চৌধুরী) কাছে যায়।

Debi | November 9, 2018 (United States) Summary:
Countries: BangladeshLanguages: Bengali

মুভি-ঃ দেবী (২০১৮)

ধরন-ঃ ড্রামা, হররর, মিস্ট্রি

ডিরেক্টর-ঃ অনম বিশ্বাস

অভিনয়-ঃ চঞ্চল চৌধুরী, জয়া আহসান, ইরেশ জাকের, শবনম ফারিয়া

রানটাইম-ঃ ১ ঘন্টা ৪৭ মিনিট।

আইএমডিবি-ঃ ৭.৬/১০

প্রকৃতি রহস্য পছন্দ করে না। সত্যিই কি তাই? প্রকৃতি তো অনবরত বিভিন্ন রহস্য সৃষ্টি করে চলেছে।

মিসির আলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের অস্থায়ী অধ্যাপক। এই ব্যাক্তির কাছে সকল কথার শেষ কথা হলো যুক্তি। উনি বিশ্বাস করেন কোন কিছুই যুক্তির ঊর্ধ্বে নয়। মিসির আলির পৃথিবীতে রহস্য এবং অলৌকিকতার কোন স্থান নেই। তবুও রহস্য তার পিছু ছাড়ে না।

মিসির আলি সিরিজের প্রথম বই ‘দেবী’। গল্পের অন্যতম প্রধান চরিত্র রানু। আনিস সাহেবের নববিবাহিতা স্ত্রী। একা থাকলে বিচিত্র এক নারীকন্ঠ শুনতে পান তিনি। তখন চারদিক ভরে যায় চাঁপা ফুলের তীব্র গন্ধে। রানুর রয়েছে আশ্চর্য এক ক্ষমতা। সে যা স্বপ্ন দেখে, তাই সত্যি হয়। কীভাবে পেল সে এই ক্ষমতা? রানুর এই অস্বাভাবিক মানষিক পরিস্থিতি নিয়েই মিসির আলীর স্মরণাপন্ন হন আনিস সাহেব। বানুর ব্যাপারে খোঁজ নিতে মিসির যান রানুর গ্রামের বাড়ি। সেখানে গিয়ে আশ্চর্য কিছু তথ্য পান মিসির আলী। গ্রামের এক বিষ্ণু মন্দির থেকে আশ্চর্যজনকভাবে হারিয়ে গেছে মূর্তি। কোথায় গেল সেই মূর্তি। ছেলেবেলায় কী ঘটেছিল রানুর সাথে?

রানুদের বাসার মালিকের বড় মেয়ে নীলুফার। নীলু মিসির আলির ছাত্রি। পত্রিকার বিজ্ঞাপনের মাধ্যমে পরিচয় হয় এক সুদর্শন যুবকের সাথে। কে এই যুবক? কী তার অভিপ্রায়?

মিসির আলি কি পারবেন এতগুলো রহস্যের সমাধান করতে? জানতে ইচ্ছা করছে? পড়ে ফেলুন মিসির আলি সিরিজের প্রথম মুভি ‘দেবী’।

হুমায়ুন আহমেদের দেবী বই নিয়েই মূলত দেবী মুভি হয়েছে। মিসির আলির চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরি। চঞ্চল চৌধুরি আমার প্রিয় একজন অভিনেতা। মুভি হিসেবে দেবী হয়ত ভালোই। অনেকের থেকে শুনেছি অসাধারণ মুভি ‘দেবী’। তবে বই আগে পড়ার জন্যই হোক আর অন্য যে কোন কারণেই হোক, মুভিটা আমার ভালো লাগে নি। চঞ্চল চৌধুরি অনেক শক্তিশালী অভিনেতা। তবে মিসির আলির চরিত্রে তাকে আমার কাছে হাস্যকর মনে হয়েছে। দেবী’র ১০% মুগ্ধতাও মুভিতে আসেনি। যাহোক এটা আমার ব্যাক্তিগত মতামত।

“Don’t judge a book by it’s movie”

Happy watching 🤗

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button