Colour Photo 2022 Movie Review

Colour Photo 2020 Movie Review

Colour Photo 2020 Movie Plot: Directed by Sandeep Raj. With Suhas, Chandini Chowdary, Sunil, Harsha Chemudu. A tragic-comedy that is set in the 90s between two different personalities coming from different backgrounds that change their lives in a tale of love.

[imdb style=”transparent”]tt13097434[/imdb]

মুভিঃ Colour Photo (২০২০)

জনরা-ঃ রোমান্টিক, ড্রামা,থ্রিলার

IMDb: 8.2/10

২০২০ সালে মুক্তি পাওয়া অন্যতম আলোচিত মুভি ছিল Colour Photo। কিন্তু নায়ক বা নাইকা কেউ তেমন জনপ্রিয় না হওয়ায় এতদিন এই মুভিটি দেখা হয়ে ওঠেনাই। কয়েক দিন আগে Sita Ramam মুভি দেখার পর অনেকের কাছ থেকে Colour Photo মুভিটির সাজেশন পেয়ে দেখতে শুরু করেছিলাম। মুভিটির কাহিনী চমকপ্রদ অসাধারণ লাগছে । এই মুভির প্রথমেই নায়িকাকে দেখবেন কোন কষ্ট পেলেও সে কাঁদছে না আর কেন সে কষ্ট পেলেও কাঁদছে না এটি যখন বুঝতে পারবেন তখন নিজেই কাঁদতে শুরু করবেন। এখনও যদি মুভিটি না দেখে থাকেন তবে অবশ্যই হৃদয় শক্ত করে মুভিটি দেখে ফেলবেন আশা করবো।

নো স্পয়লার ✅

⚠️ ভালোবাসা শুধু সুন্দর চামড়ার মানুষের সাথেই হয় নাহ বরং একজন ভালো মানুষের সাথেও হয়।

যদিও আমরা কিংবা আমাদের সমাজ কখনো একজন কালো মানুষের সাথে একজন ফর্সা মানুষের ভালোবাসাকে ভালোভাবে দেখি নাহ।

🔷 সাউথের প্রায় সব ধরনের মুভি দেখা হলেও কখনো কখনো অনেক মাস্টারপিস মুভি মিস যায়। “কালার ফটো” আমার না দেখা তেমনি একটি মুভি।

মুভিটি ২০২০ এ মুক্তি পেলেও তখন দেখা হয় নি।

আজকে হিন্দি ডাব দিয়ে দেখলাম মুভিটি।

STORYLINE:

কলেজে পড়াকালীন সময়ে খুব গরীব ঘরের কালো একটি ছেলে কৃষ্ণার সাথে একই ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে লাক্সমীর সাথে প্রেম হয়। আর সেই প্রেম ও প্রেমের পরিণত নিয়েই পুরো মুভি…

🚫 ডিরেক্টর সন্দীপ রাজ একটি সাধারণ প্রেমের কাহিনীকে কতোটা সুন্দর আর আবেগময় করে দেখিয়েছেন। মুভিতে একসাথে দুইজন মানুষের মধ্যকার গভীর প্রেম ও তার করুণ পরিনতি দেখানো হয়েছে।

☑️ যারা এখনো দেখেন নি তাদের জন্য বলবো মাস্ট ওয়াচ এন্ড এনজয়

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *