HollywoodActionDrama

City of God 2002 Movie Review

City of God 2002 Movie Plot

City of God 2002 Movie Review: ফার্নান্দো মেইরেলেস, কাটিয়া লুন্ড দ্বারা পরিচালিত। আলেকজান্ডার রদ্রিগেস, লিয়েন্দ্রো ফিরমিনো, ফেলিপ হ্যাগেনসেন, ডগলাস সিলভা সহ। রিওর বস্তিতে, দুটি বাচ্চার পথ আলাদা হয়ে যায় যখন একজন ফটোগ্রাফার এবং অন্যজন একজন রাজা হওয়ার জন্য সংগ্রাম করে।

Name: City of God (2002)

Genre: Action/Drama

Country: Brazil

Running Time: 2hr 9min.

Imdb: 8.6/10

____ সারা পৃথিবীতে গ্যাংস্টার ড্রামা জনরার বিখ্যাত মুভিগুলোর নাম নিলে ‘সিটি অব গড’ কে না রাখলে সেই লিস্ট অপূর্ণই রয়ে যাবে।

◾(Plot) [স্পয়লার আছে একটু]

ব্রাজিলের ‘রিও ডি জেনেরিও’, ড্রাগস, ডাকাতি, লুটপাট, সেখানের নিয়মিত কারবার। সেই বস্তিতে দুইটা মাদক সন্ত্রাসীদের গ্যাং রাজ করে এবং তাদের দুই গ্যাংয়েরই লক্ষ হলো অন্য গ্যাংয়ের ব্যাবসার দখল নেয়া। এদের মধ্যে বিখ্যাত সন্ত্রাসী হলো ‘লীল যি’, আর সেই লীল যি’কে কেন্দ্র করেই সম্পূর্ণ মুভির কাহিনি।

◾মুভির স্টোরি সত্য ঘটনাকে কেন্দ্র করে ৬০-৭০ দশকের ব্রাজিলের রিওর একটি বস্তিকে ঘিরে।

সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই মুভির স্ক্রিনপ্লে আর এডিটিং, দুর্দান্ত স্ক্রিনপ্লে আর টপনচ এডিটিং। এডিটিংয়ে এই মুভি ব্রিটিশ একাডেমি ফিল্ম এওয়ার্ড পেয়েছিলো সেই সাথে আরো কয়েকটি ইন্টারন্যাশনাল এওয়ার্ড।

সিনেমাটোগ্রাফিও ছিলো খুব ভালো, ৬০-৭০ এর দশকের সাথে মিল রেখে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

আর অভিনয়ে তো একেকটা বান্দার পুরা আগুন পারফরম্যান্স, ছোট ছোট বাচ্চা কিন্ত অভিনয় দেখে মনেই হবে না যে মুভি দেখছেন।

ছোট ‘ডৌগলাস সিলভা’ অর্থাৎ ছোট লীল যি’র ফ্যান হয়ে গেছি।

সব মিলিয়ে পারফেক্ট রিয়েলিস্টিক গ্যাংস্টার জনরার মুভি যা একজন মুভি লাভার হিসেবে মিস দেয়া ঠিক না।

Happy watching 🤗

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button