BollywoodDrama

Byomkesh Hatyamancha 2022 Movie Review

Byomkesh Hatyamancha 2022 Movie Plot

Byomkesh Hatyamancha 2022 Movie Review: পরিচালনা করেছেন অরিন্দম শীল। সঙ্গে আবির চ্যাটার্জি, পাওলি দাম, অর্ণা মুখোপাধ্যায়, সুহোত্রা মুখোপাধ্যায়। ব্যোমকেশ বক্সি তার আস্থাভাজন অজিতের সাথে প্রেম, বিশ্বাসঘাতকতা এবং বিশ্বাসঘাতকতার ত্রিপক্ষীয় গল্পের ক্ষেত্রে গভীরভাবে খনন করেন।

🎬মুভি-ঃ ব্যোমকেশ হত্যামঞ্চ (২০২২)

ধরন-ঃ মিস্ট্রি, ড্রামা

পরিচালক-ঃ অরিন্দম শীল

অভিনয়-ঃ আবির চ্যাটার্জি, পাওলি দাম, অর্ণ মুখার্জি, সোহিনী সরকার

রানটাইম-ঃ ২ ঘন্টা।

স্পয়লার ✅

উচ্চাকাঙ্ক্ষা থাকা ভালো, কিন্তু এতটাও থাকা আবার উচিত নয়, যতটা থাকলে নিজের জীবনের ওপর আক্রমণ আসে।

তেমনি যেই পাতে খাওয়া হয়, সেই পাতই আবার নষ্ট করা উচিত নয়, কারণ এতে করে বিশ্বাসঘাতকতা সৃষ্টি হয়।

থিয়েটারে “কিচক বধ” এ অভিনয় করতে করতে আচমকা মৃত্যু হলো বিশ্বনাথ পাল, ওরফে বিশু পালের। কে বা কারা যেন তাকে পটাশিয়াম সায়ানাইডের গ্যাস আক্রমণে খু/ন করেছে!

তদন্তে দেখা গেলো যে শুধু এই সায়ানাইডই নয়, বরং প্রায় ওই একই সময়ে পুলিশের ব্যবহার করা কোল্ট রিভলভার দিয়েও তাকে খু/নের উদ্দেশ্যে গুলি করা হয়েছিলো, দৈবাৎ সেটা টার্গেট মিস করে গেছে!

কিন্তু কি ব্যাপার!

কার বা কাদের এত রাগ বিশু পালের ওপর?

কেন?

চোখের সামনে ঘটে যাওয়া মর্মান্তিক এই ঘটনার তদন্তে অটোম্যাটিক জড়িয়ে পড়লো ব্যোমকেশ। সাথে অজিত।

বেরিয়ে এলো এক ঘৃণ্য কলঙ্কময় ইতিহাস, যার শেকড় লুকিয়ে আছে বহুদিন আগে…

নাম চরিত্রে আছেন আবীর, অজিত চরিত্রে আছেন সুহত্রা মুখোপাধ্যায়। পাওলী দাম এজ ইউজুয়াল স্নিগ্ধ সুন্দর, বোল্ড।

আর ধনঞ্জয়, অপরাজিতর পর আনুশা বিশ্বনাথনের এখানে সৌন্দর্যময় আবির্ভাব ভালো লেগেছে।

দেখতে পারেন হইচইয়ের নতুন পরিবেশনা, ব্যোমকেশ হত্যামঞ্চ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button