MalayalamHorror

Athiran 2019 Movie Review

Athiran 2019 Movie Plot

Athiran 2019 Movie Review: পরিচালনা করেছেন বিবেক। সঙ্গে ফাহাদ ফাসিল, সাই পল্লবী, অতুল কুলকার্নি, লীনা। কেরালার উচ্চ পরিসরের একটি বিচ্ছিন্ন হাসপাতালে, বিশেষ দক্ষতার সাথে একজন অটিস্টিক রোগী একজন মনোরোগ বিশেষজ্ঞের আগ্রহ জাগিয়ে তোলে, যার অতীতের তদন্ত চমকপ্রদ উদ্ঘাটনের দিকে নিয়ে যায়।

মুভি-ঃ Athiran (2019)

ধরন-ঃ হররর, মিস্ট্রি, থ্রিলার

পরিচালক-ঃ বিবেক

অভিনয়-ঃ ফাহাদ ফাসিল, সায় পল্লবী

রানটাইম-ঃ ২ ঘন্টা ১৫ মিমিট

Shutter Island এর ছোটো ভাই😶

তবুও মালায়লাম ইন্ডাস্ট্রি এর আলাদা ছোঁয়ায় অন্য রকম ভালোলাগা তৈরি হবে।

🟢স্পয়লার নেই

কেরেলা এর কোনো এক গভীর জঙ্গল এর ভিতর জনমানবহীন এলাকায় রয়েছে এক মানসিক রোগীদের হাসপাতাল। শহরের পরিবেশে অভ্যস্ত এক অভিজ্ঞ সাইক্রিয়াটিস্ট কে পাঠানো হয় সেখানে সবকিছু নিয়ম মাফিক চলছে কি না তা দেখার জন্য। কিন্তু এই হাসপাতাল এর ভিতর রয়েছে অনেক রহস্য।

সিনেমার সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে,

এটা কোনো জটিলতায় না যেয়ে সাধারণ সবার জন্য একটা রিফ্রেশিং ভিউ এবং একই সাথে থ্রিল দিতে পেরেছে। মন খারাপ থাকলে এই সিনেমার প্রাকৃতিক ভিউ এর সাথে বাহ্যিক শব্দের ব্যবহার মন ভালো করতে পারবে।

অভিনয়ে ফাহাদ আর সাই কে সবসময় ভালো লাগে। এবারো দুইজনকেই খুব ভালো লেগেছে। দুইজন এর কেমিস্ট্রি ও ভালো।এদের এক সাথে আরো কাজ করা উচিৎ।

গল্প উপস্থাপনা তেমন ভালো হয়নি। মাঝে মাঝে কিছু জায়গায় দূর্বলতা সবার চোখেই পরবে। আর অভিনয়ে পার্শ্ব চরিত্রে একটু সমস্যা ছিলো।

সবমিলিয়ে থ্রিল এবং রিফ্রেশিং মেকিং আমার ভালো লেগেছে কিন্তু সবারই যে ভালো লাগবে তা বলতে পারছি না🙏

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button