777 Charlie 2022 Movie Review: রক্ষিত শেঠি, চার্লি, সঙ্গীতা শৃঙ্গেরি, রাজ বি শেঠির সাথে কিরণরাজ কে পরিচালিত। ধর্ম তার নেতিবাচক এবং নিঃসঙ্গ জীবনধারার সাথে একটি ধাক্কায় আটকে আছে এবং তার একাকীত্বের আরামে প্রতিটি দিন কাটায়। চার্লি নামে একটি কুকুরছানা তার জীবনে প্রবেশ করে এবং তাকে এটির প্রতি একটি নতুন দৃষ্টিভঙ্গি দেয়।
মুভি-ঃ 777 Charlie (২০২২)
ধরন-ঃ অ্যাডভেঞ্জার, কমেডি, ড্রামা।
পরিচালক-ঃ কিরণরাজ কে
অভিনয়-ঃ রক্ষিত শেঠি, চার্লি, সঙ্গীতা শৃঙ্গেরি
রানটাইম-ঃ ২ ঘন্টা ৪৪ মিনিট।
স্পয়লার হতে পারে
অনেক আগেই দেখার ইচ্ছে ছিল হল প্রিন্ট এর জন্য দেখি নাই আজ ক্লিয়ার পাইলাম সাথে সাথে দেখেছি।
একটা মানুষের এলোমেলো জিবনকে একটা প্রাণী কিভাবে বদলে দিবে সেটা এই মুভিতে দেখতে পাবেন। ইমোশন দিয়ে ভরপর একদম, আমি কিছু জাগায় সিটি মারছি একা একা। কি অসাধারণ একটা গল্প। সরি বাট নট সরি আমি কিছু সিন কান্না করে দিয়েছি ইমোশন আটকাতে পারি নি এখনো পর্যন্ত মাথায় ঘুরছে চার্লি আর নেই
কুকুরটা মানে (চার্লি) যে এত্তো ভালো এক্টিং করবে ভাবতেও পারি নি।
ডিরেক্টর কে ধন্যবাদ এতো সুন্দর ভাবে মেক করার জন্য। অলমোস্ট সবার পারফর্মেন্স দারুণ ছিল। আর কি বলবে যারা দেখবেন বলে ভাবতেছেন হাইলি রিকমেন্ড দেরি নয় দেখে ফেলুন

কথায় আছে বিশ্বাসঘাতক মানুষের চেয়ে বিশ্বস্ত কুকুর ভালো!সেটাই দেখিয়ে দিলো চার্লি।
চার্লি শুধু একটি গল্প নয়, চার্লি একটি ইমোশন।
দারুণ একটি মুভি কুকুরটির অভিনয় কি বলবো এককথায় অসাধারণ। প্রথম দিকে হাসি আটকাতে পারবেন না আর শেষের দিকে চোখের পানি আটকাতে পারবেন না। সম্পুর্ন মুভির এক মিনিটও বোরিং ফিল করবেন না,মন খারাপ থাকলে দেখতে পারেন
মুভি নাকি মনের খোরাক! এই মুভি দেখার পর মতবাদটি আরো বেশি জোরদার হবে।
৭৭৭ চার্লি আপনাকে হাসাবে, আপনাকে ইমোশনাল করে তুলবে। তবে ১৩৬ মিনিটই আপনাকে ভাবাবে। আর তারপর একটা মানসিক প্রশান্তি দিবে।
হ্যাপি ওয়াচিং